letra de bilai chimti (বিলাই চিমটি) - shezan
[intro]
আমার মনে হইতেসে আপনে মানুষ না
কী রে মুরগি?
আমার হোগা মারা শেষ
আপনার নাম যদি হয় বাদশাহ
তাইলে আমার নাম কী হওয়া উচিত?
yo boy
[verse]
হুনলাম কেওড়াতলায় মিল দিতাসে কাউয়া চিলের গুরুপ
গুরু যেমন মন চায় উরুক নূরু, শুটকি জ্বইল্লা মরুক
হইলে দিলের বিত্তে নইলে বিলের বিত্তে
এত কিয়ের হরণতরণ খাইয়া দিমু chill এর বিত্তে, আ
তগোর ধ্যান-জ্ঞ্যান-ট্যান কল্কিতে আর বাবায় মিলে
নিজের দাঁত নাই খাস আরেকজনে চাবায় দিলে
হুদাই কনুই যাইবো পাথর ভাঙতে কিল মারলে
কাকা এদিক বল্লার চাক কানতে হইবো ঢিল মারলে
জিগা কেডা বা-বা? k!llaz তোগো দরজাতে
bar মারে কানাপট্টি, গান হুইনা জ্বর কাটে
চোগোলখোরটি খরচাতে, মুরগি জবাই দরগাতে
আর এলাকায় মানুষেরতে বেশি ঘুরে ফর্মাতে
তোরা চালু হগলে জুতা লইয়া বগলে
headline আইবো খবরে এক নশু rapper কবরে
পয়লা আসর নজরে, সদা স্মরণ প্রভুরে
karma আমায় কইসে বাজান মেওয়া ফলে সবুরে
হাঁ, তুই নসিমন আর k!llaz এনে mercedes
মনের ভিত্তে থাকলে বিষ লাগবো প্রত্যেক verse-এ diss
দেহাইস না current তোর battery low, charge-এ দিস
হুদাই ফাল পারেন আর আমরা গুনি percentage
connection usa, uk, canada
আমরা গুনি মালপাত্তি তর কপালে ত্যানাডা
তর ভাই চাইয়া না কামায়া লয়, একের মাল বানায় লয়
তর পাইটু গান বানাইয়া ওই mic-এই record লয়
গঞ্জের নাম লস, আমরা hit হইয়া যাই ছ্যাপ মারলে
rap থুইয়া football খেল ট্যাকা আইবো খ্যাপ মারলে
যার যার খার মিডাইতেসে তরে মুরগি বানায়া
আইজকা তুই কস মিরপুর কাইলকা পুরান ঢাকাইয়া
এক লাইনেই এত বিষ? এগিলি তো ঝলক ভায়া
কয়ডা চ্যাতে flop খায়া কয়ডা চ্যাতে block খায়া
গান লেখসোস fully খাইয়া আমগো জিনিস গুল্লি ভায়া
mic দা ঢুইকা speaker ফাডে বুক দা বাইর হয় ফুদ্দি হইয়া
ভাবতি যদি বুদ্ধি লইয়া কে solid কে ফাঁপড় দেয়
তর ticket কাইটা show দেহে না diss-এ আইয়া support দেয়
কথা হুইন্যা ছ্যাঁক লাগলে আগুন লইয়া খেলো ক্যা?
সাফা বেচে সব বাইনচোদ, তরই জ্বইল্লা গেলো ক্যা? মাদার চোদ
[outro]
যারা চলতাসোস মা’র খবর মামারে বেইচা
এতদিন খাইসোস সাফা বেইচা অহন খাইবি আমারে বেইচা
album আইতাসে, k!llaz in the building, yo
হুনতে থাক, shezan, hannan
তগো ধান্দায় “লাল বাত্তি”
letras aleatórias
- letra de grzech za grzech - o.s.t.r.
- letra de nochnie koshmari - nortinhell
- letra de so long - max taylor
- letra de shooters new york - famous dex
- letra de reminiss - angela brown
- letra de put it on - mash up international
- letra de curtains - miramar drive
- letra de no fakery - brvndonp
- letra de look how he lifted me - elevation worship
- letra de colored thoughts - andrew robertson (christian rap)