letra de cartel - shezan & ns
[intro: shezan]
ns (yeah)
ayo, ns, pass me the drill, brother
yeah, shezan
ain’t no talking when we talk (yeah)
wrong side, come on (huh-huh)
[chorus: shezan]
ওরা কয় ওগোরই game নাকি
আমি কই খাইসে ভাই কেমনে কী?
তর চালে দেহা যায় jealousy
দরকার নাই বানাই দেখ legacy
থাকি সব আসমানে যেমনে চিল
কথা কই বিন্ধে গায় যেমনে তীর
তর মতো cheese আমার daily meal
road-এ k!ll daily scene, নাই কোনো medicine
ওরা কয় ওগোরই game নাকি (হাঁ)
আমি কই খাইসে ভাই কেমনে কী? (grrt)
তর চালে দেহা যায় jealousy
দরকার নাই বানাই দেখ legacy
থাকি সব আসমানে যেমনে চিল
কথা কই বিন্ধে গায় যেমনে তীর
তর মতো cheese আমার daily meal
wrong side cartel from medellin
[verse 1: shezan]
emperor সামনে তর খেলা শেষ দেরি আর নাই
উইয়ে area-র don তয় carrier নাই
hitmaker’s zone এইদিকে verified
ns আর shez মানে bomb drop anytime
যার তার লগে খেলি না
মুখ চলে machine gun তয় kelly না
hood করে rampage এডিভায়া rally না
move করলে একদিনই শই, বেটা daily না!
তর gang? নাকি lover-এর ঝাঁক?
পড়বি crossfire-এ তুই cover-এ থাক
তর বাপ যদি জানতো এমন হবি
কইতো দরকার বাজান তুই rubber-এই থাক
তুই লগে নাই আমগো loss কার?
যেই নাটক দেহালি পাবি oscar
বাটে লইলে বহায়ালাইবো poster
সাপ ধরতে short পইড়া যায় পরে বস্তার
ওস্তাদ, permission ছাড়া ঘুড়া নিষেধ
no fly zone মানে হেনে উড়া নিষেধ
মাইনষের ভালা দেইখা পুড়া নিষেধ
অর্ধেক না ভাইস্তা পুরা নিষেধ (হাঁ)
চোখ দুশমনের কল্লাতে
আমগো উপরে জল্লাদ নাই কোনো তল্লাটে
তর ভালা মন্দ সবকিছু তর হাতে
তেল মাইনষেরে না মাইরা মার নিজের চরকাতে
তুই ব্যাটা খোদারে ডাক (ইয়া আল্লাহ)
পার পাইবো না হ্যাডম’অলা
মাথাতে bat-এর গোড়া
তুই gate-এর ঠোলা
এগিলি ghetto’র পোলাপান
long race-এর ঘোড়া
কোমড়ে cassette ভরা
এডি ইতরের piece দেহি ভিতরে বিষ
উইয়ে চিকনে diss দিয়া চিকনে খিচ
এডি golden bar, তুই পিতলের dish
থাকি শিকড়ের থেইকা লয়া শিখরে
[chorus: shezan]
ওরা কয় ওগোরই game নাকি
আমি কই খাইসে ভাই কেমনে কী?
তর চালে দেহা যায় jealousy
দরকার নাই বানাই দেখ legacy
থাকি সব আসমানে যেমনে চিল
কথা কই বিন্ধে গায় যেমনে তীর
তর মতো cheese আমার daily meal
road-এ k!ll daily scene, নাই কোনো medicine
ওরা কয় ওগোরই game নাকি (হাঁ)
আমি কই খাইসে ভাই কেমনে কী? (grrt)
তর চালে দেহা যায় jealousy
দরকার নাই বানাই দেখ legacy
থাকি সব আসমানে যেমনে চিল
কথা কই বিন্ধে গায় যেমনে তীর
তর মতো cheese আমার daily meal
wrong side cartel from medellin (wrong side)
[verse 2: shezan]
দেশ ভরা জানোয়ারে লাগে পুরা জঙ্গল
দঙ্গলে না জড়াইলেই তর মঙ্গল
rap game console আমার হাতে control
ज़िंदगी ছায়াছবি, মনপুরা চঞ্চল অঞ্চলে
পোলাপান সব তুক্খার দেখ
দিলে signal তুফান চলে উৎপাত দ্যাখ
এত corny এডিরে লাগে ভু্ট্টার ক্ষেত
ঘি সইবো কেমনে তর কুত্তার পেট (হাঁ)
mic ধইরা দিলে ঝাক্কি সর দেখ carrier-courier ফাক্কি তর
সব জায়গায় চাটতি, দেইখা লাগে পাইট্টামি করাডাই চাকরি তর (এই পাইটু)
মারিস না কোনো ফাপরি সর, পোলা হেন থেইকা চালু গাট্টি ধর
নাইলে এমন জাগায় চলবো লাত্থি, বাজান আর জ্বলবো না বংশের বাত্তি তর
ল গলিতে, বগিডা লয়া বলি দে
body-ডা ফালা নদীতে
খবরডা কানে পুলিশের
আওয়াজ নাই পুরা পাড়াতে
রোডের কোনাতে খাড়া কে?
১২টা বাজে ঘড়িতে, ১২টা বাজে নসীবে
টান দেয় শনিতে, পিপিলিকা চায় উড়িতে
বাঁচাইবো তরে কেডা ক? নায়ক নাইগা এই ছবিতে
আহিস না তুই, এদিকে পাবি না কাউরে বিপদে
পাইবো না কিছু report-এ, তালিকায় যাবি নিখোঁজের
বাকিডা দেখবি কারা করে back b-tch
কারে ডাকবি যহন রাইত গভীর?
খেলা শেষে দুই-চাইর দিন নাই হদিস
হেশে ঘরে ঢুইকাই হিট নাই notice
আগে যার নাম নিয়া সবহানে চলতি
দেইখা দুর্দিন মারোস তারে পল্টি
লাগবো না তর মতো দুধে ধোয়া তুলসী
গিয়া গঙ্গাতে নাম দিয়া গলায় কলসী
[chorus: shezan]
ওরা কয় ওগোরই game নাকি (হাঁ)
আমি কই খাইসে ভাই কেমনে কী?
তর চালে দেহা যায় jealousy
দরকার নাই বানাই দেখ legacy
থাকি সব আসমানে যেমনে চিল
কথা কই বিন্ধে গায় যেমনে তীর
তর মতো cheese আমার daily meal
road-এ k!ll daily scene, নাই কোনো medicine
ওরা কয় ওগোরই game নাকি (হাঁ)
আমি কই খাইসে ভাই কেমনে কী? (grrt)
তর চালে দেহা যায় jealousy
দরকার নাই বানাই দেখ legacy
থাকি সব আসমানে যেমনে চিল
কথা কই বিন্ধে গায় যেমনে তীর
তর মতো cheese আমার daily meal
wrong side cartel from medellin (wrong side)
[outro: ns]
soldi, famiglia, potere, rispetto
letras aleatórias
- letra de simplement - vito (fr)
- letra de the break up song - back beach all stars
- letra de fuck it up - gary washington
- letra de fuck the hype just spit #0: beats&hate - egreen
- letra de basso - dero vibez
- letra de listen to your heart - swedish single edit - roxette
- letra de magnificent - adam k and soha club mix - u2
- letra de amor con la ropa - speedy
- letra de when you first see the waves - cataldo
- letra de ace (intro) - le$ (boss hogg outlawz)