
letra de clear cut - shezan & hannan
[chorus: shezan]
mic check, mic check!
ছুঁইলেই ছ্যাক
কথা কইলেই pack কইরা গোডাউনে back
লইয়া লন চালু
এক file-এ system hack
লইয়া লন চালু
এক দাইনে গিরা-গারা crack
mic check, mic check!
ছুঁইলেই ছ্যাক
কথা কইলেই pack কইরা গোডাউনে back
লইয়া লন চালু
এক file-এ system hack
লইয়া লন চালু
এক দাইনে গিরা-গারা crack
clear cut
[verse 1: hannan]
এ মি আহো কিয়ের টানে?
কমু এডি বাইত্তে জানে?
আহো তাইলে যাই গা
relax হইগা
বইয়া বন-বাগানে
তগো টেনশন কুন হানে?
খবর কইলাম ব্যাকই কানে
আজম ধরি আন্ধার রাইতে
syndicate set ডাইনে-বামে
খারার উপরেই setting মিয়া
fitting দিয়াই পল্টি খাইবো আগে
মাইরের পিসে কিন্তু কেচাল দেখলেই কাল্টি !
হুনি চিপায় কিয়ের আওয়াজ?
চলে নি এডাই running রেওয়াজ
সুরের ভাও না বুইজ্জা গান অই গাইস না
সিস্টামেতেই কেওয়াজ
এলা, ক’ দি বাজান কিয়ারে?
তুই কষ্ট দিলি পিয়া রে?
অর ত বিষ্যুদবার দিন গায়ে হলুদ
শুক্কুরবার দিন বিয়ারে
cover লয়া খারাইস টেইল্লা
কুন্দা খেইল্লা দেয় কে জানে?
chasis ভাইংগা bonett হাতে
beat টায় বহা ভাই shezan-এ
[chorus: shezan]
mic check, mic check!
ছুঁইলেই ছ্যাক
কথা কইলেই pack কইরা গোডাউনে back
লইয়া লন চালু
এক file-এ system hack
লইয়া লন চালু
এক দাইনে গিরা-গারা crack
mic check, mic check!
ছুঁইলেই ছ্যাক
কথা কইলেই pack কইরা গোডাউনে back
লইয়া লন চালু
এক file-এ system hack
লইয়া লন চালু
এক দাইনে গিরা-গারা crack
clear cut
[verse 2: shezan]
এই গোলাপি, ল যাইগা !
এনো এতো কিয়ের কাইজ্জা?
ক দেহি তর লাভ কি আর ভালা হাইজ্জা?
খাইলি পুরা মহল্লাডাই ভাইজ্জা
আরে তুই কথার আগেই কেরেক খাস ক্যা?
সময় থাকতেই বেরেক খা
আমরাই বলে হুদা শয়তান
আর দ্যাশো বাকি সবগিলি ফেরেশতা
অরা don, লগে লইয়া ঘুরে বাইশজন
ডরাইলে কন বাইত্তন বাইন্ধা আইতে কাইত্তন
icon যতডি স্বভাবে দেহি রাস্তার বীজ
এডি master copy, আমরা masterpiece
কিরে? ইট্টু দিলে দি আবার আইট্টু চাস
তর ভাইটু পুরাডা দেহি পাইটু class
ডাক দিয়া ঘাড়ে লাফ দিয়া টপকায়
রাখ এডি নষ্টামি বাদ দিয়া হপায়
ঠিকসে নাচ তালের লগে shakira
mix দে দেশি মালের লগে tequila
আজিরা থাকলে এট্টু ঢালে আয়
ময়না, পিরিত পরে আগে মালে আয়
এডি যায় যেনে লয় shot হেনের তেই
অয় caught খায়া, boycott গেমের তেই
করে ফুডা খায় যেই প্লেটের তেই
অরে উস্টায়া বিদায় গেটের তেই
[chorus: shezan]
mic check, mic check!
ছুঁইলেই ছ্যাক
কথা কইলেই pack কইরা গোডাউনে back
লইয়া লন চালু
এক file-এ system hack
লইয়া লন চালু
এক দাইনে গিরা-গারা crack
mic check, mic check!
ছুঁইলেই ছ্যাক
কথা কইলেই pack কইরা গোডাউনে back
লইয়া লন চালু
এক file-এ system hack
লইয়া লন চালু
এক দাইনে গিরা-গারা crack
clear cut
letras aleatórias
- letra de c'fami - fk
- letra de blue dream - teddy blow
- letra de rules, regulations and respect - zombie prom
- letra de can't forget you - krewella
- letra de treasure - jamesthemormon feat. yahosh bonner
- letra de diffident - king libra
- letra de going against god - the underachievers
- letra de tokyo hotel - wayne
- letra de sakate 1 - santaferia
- letra de hier encore - rony verbiest