letra de ashtami'r anjali - shandilya banerjee
[verse 1]
অষ্টমীর এই অঞ্জলিতে তুমি আমার সঙ্গে ছিলে
মনে রন্ধ্রে রন্ধ্রে ছিলে, কবিতার এই ছন্দে ছিলে
ফুলের সুগন্ধে ছিলে পঞ্জিকার ওই খন্ডে ছিলে
পুরোহিতের পাঠ করা পবিত্র সেই মন্ত্রে ছিলে
ঠাণ্ডা হাওয়া অষ্টমীর এই অল্প শীতে তুমি
দান না পাওয়া কোন ফকিরের গল্পে ছিলে তুমি
আমার চাওয়ার কোন গভীরে মন বসিয়ে তুমি?
আছো সর্বত্রে, কোন ভবিষ্যতে, কোন অতীতে তুমি?
কষ্ট কিসের? অশনি অঞ্জলীতে? সঙ্গহীন?
তাও থাকো তুমি মন মন্দিরে অন্তহীন আনন্দ দিতে
তুমি তো সঙ্গ ছিলে গন্তব্যহীন এই ধর্মতীর্থে
একে অপরের সঙ্গ দিতে ঈশ্বর আমাদের জন্ম দিলেন
আমার এই স্বার্থ ছাড়া প্রার্থনাটা তোমায় নিয়ে
হব যে ভাগ্যহারা সব সৌভাগ্য তোমায় দিয়ে
ভালো করে বাঁচবো আবার তার কৃপাতে তোমায় নিয়ে
নতুন করে ভাববো আবার ভবিষ্যতটা তোমায় নিয়ে
[verse 2]
আজ ভক্তি প্রেমেতে দেবী শক্তি নেমেছেন
আদিশক্তিকে দেখে প্রাণে ভক্তি জেগেছে
যেন তুমি আমার শক্তি আর আমি তোমার শিব
আমরা দুজনেই জীবন্ত বাকি পৃথিবীটা ক্লীব
আজ সৃষ্টি সুখের এই উল্লাসে
আমি নজরুল তোমায় কাব্য করেছি সুর তালে
এই সংসারে খাওয়া ঘুরপাকে আমরা দুর হয়ে গেলেও
খুব কাছে, আমার একাকীত্বের ঘুম ভাঙ্গে যখন
পৃথিবীর প্রতি পরমাণু তব মুক্ত বর্ণ মুখটাকে যায় দেখিয়ে
তাই প্রতিটা প্রতিমা তোমারই ছবি আর
প্রতিটা কবিতা প্রমাণ এই প্রতিভার
প্রতিটা পৃষ্ঠা প্রেমেরই অভিধান
প্রকৃতি পুরুষে প্রাণের এই পরিবার
শিবেতে মিসেছে সতী পার্বতী আজ
বিবেকের খিদেতে প্রতি পাপ অতীত, হ্যাঁ
নিজেকে চিনেছি প্রতিবার
হয়তো ভালবাসা আমার অধিকার
অষ্টমীর এই অঞ্জলীতে বুঝিনি আমি সঙ্গহীন
অক্ষণ্ড ব্রহ্ম অন্তহীন, এর মাঝে ভাসী জীবন নদীতে
তোমার হাতে হাত রাখা আমার চিরকাল, সাত জন্ম কিসের?
অন্তহীন এই বন্ধন বিশেষ ঘন বর্ষণ অম্বরিষের কান্না
তাই চিন্তা করোনা এটা ভেবে আমার একা লাগে
তুমি পাশে না থাকলেও চোখ গুলো আমার সবেতেই তোমার দেখা পাবে
আর পুষ্পাঞ্জলি দেবো যখন আমি দুর্গা চরণে ব্যাকা হাতে
তখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, সবদিকে তোমায় দেখা যাবে কারণ
অষ্টমীর এই অঞ্জলি তে তুমি আমার সঙ্গে ছিলে
দেব সাধু শন্তের ভিড়ে, উৎসবের আনন্দে ছিলে
পাই আনন্দ লিখে তোমার কথা ছন্দে গীতে
অষ্টমীর এই অঞ্জলি তে তুমি আমার সঙ্গে ছিলে
letras aleatórias
- letra de numberblobs - numberblocks
- letra de souvenir - golya guzman
- letra de to itself - no2 (ny)
- letra de busted - sane (grc)
- letra de torn alive - xtratuna
- letra de limelite - uday
- letra de if he hung the moon - the collingsworth family
- letra de smoke mid no gas - recovery girl
- letra de warning - o ski
- letra de прямиком в ад (straight to hell) - шорох (shoroh)