
letra de ek jibone eto prem - shahid & shuvomita
[intro]
তুমি আমি কাছাকাছি আছি বলে
এ জীবন হয়েছে মধুময়
যদি তুমি দূরে কভু যাও চলে
শুধু মরণ হবে, আর কিছু নয়
[chorus]
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
[verse 1]
তোমারই পরশে ভালোবাসা আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখার শেষ নাই
তোমারই পরশে ভালোবাসা আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখার শেষ নাই
[chorus]
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
[verse 2 / bridge]
সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দু’জনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালোবেসে
সারা জীবন বাঁচতে চাই
সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দু’জনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালোবেসে
সারাটা জীবন বাঁচতে চাই
[outro]
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
letras aleatórias
- letra de погляд (look) - zlata ognevich
- letra de вороны мои (my ravens) - shaman (rus) (3)
- letra de no pressure - mpr shawn
- letra de perfectionism - untamabletablez
- letra de me perdoa (speedup) - luqeta
- letra de edge play - pent up pup
- letra de streets - b. rook [b.rook780]
- letra de yesterday - rot ken
- letra de thriller - first to eleven
- letra de pa!jacu - okoliczny element