
letra de janalay - senseasoul
Loading...
দিন শেষে
সূর্য ডোবে অবেলায়
আজও পড়ছি
পুরনো চিঠি
স্তব্ধ শহর
থমকে আছে
দেখছি অবাক হয়ে
জানালায়
তবু ঘুম আসে
চোখের পাতায়
স্মৃতির মোহনা
কোথাও যেনো হারায়
যতো সব আবেগ
আজ হয়ে যাক দূর
গাওয়া হোক আবারো
হারিয়ে যাওয়া সুর
আমি শুধু তুচ্ছ হয়ে দূরে থেকে
দেখতে চাই তোমায়
তোমার এ অন্ধজালে মিথ্যে মায়ায় চেয়ে আছি
জানালায়
আমি শুধু তুচ্ছ হয়ে দূরে থেকে
দেখতে চাই তোমায়
তোমার এ অন্ধজালে মিথ্যে মায়ায় চেয়ে আছি
জানালায়
letras aleatórias
- letra de löst letter - azura
- letra de my bright tomorrow - 高橋幸宏 (yukihiro takahashi)
- letra de bathtub - vndervvhelmer
- letra de who raised you? - raghd
- letra de one mic - kasher quon
- letra de grazie - doctor marla
- letra de what's the matter now? - lloyd price
- letra de touch - hyper
- letra de letter to a high school sweetheart - stephen kellogg
- letra de gulabi raat gulabi - asha bhosle & mohammed rafi