letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de ei kathati mone rekho - sayantani

Loading...

এই কথাটি মনে রেখো,
তোমাদের এই হাসিখেলায়
এই কথাটি মনে রেখো,

তোমাদের এই হাসিখেলায়
আমি যে গান গেয়েছিলেম
মনে রেখো,
আমি যে গান গেয়েছিলেম
জীর্ণ পাতা ঝরার বেলায় ।
মনে রেখো
এই কথাটি মনে রেখো,
শুকনো ঘাসে শূন্য বলে
আপন-মনে
অনাদরে অবহেলায় গান গেয়েছিলেম
মনে রেখো
আমি যে গান গেয়েছিলেম
জীর্ণ পাতা ঝরার বেলায় ॥
এই কথাটি মনে রেখো,
দিনের পথিক মনে রেখো,
আমি চলেছিলেম রাতে
সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে ।
দিনের পথিক মনে রেখো,
আমি চলেছিলেম রাতে
সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে ।
যখন আমায় ও-পার থেকে গেল ডেকে
ভেসেছিলেম ভাঙা ভেলায় ।
গান গেয়েছিলেম
মনে রেখো,
আমি যে গান গেয়েছিলেম
মনে রেখো,
আমি যে গান গেয়েছিলেম
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায় ॥
মনে রেখো,
এই কথাটি মনে রেখো,

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...