letra de kano jamini na jete - sasha
Loading...
কেন যামিনী না যেতে জাগালে না,
বেলা হল মরি লাজে ।
শরমে জড়িত চরণে কেমনে চলিব
পথের মাঝে ॥
আলোক পরশে মরমে মরিয়া
হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া,
কোনো মতে আছে পরান ধরিয়া
কামিনী শিথিল সাজে ॥
নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ ঊষার বাতাস লাগি,
রজনীর শশী গগনের কোণে
লুকায় শরণ মাগি ।
পাখি ডাকি বলে ‘গেল বিভাবরী’, বধূ
চলে জলে লইয়া গাগরি ।
আমি এ আকুল কবরী আবরি কেমনে
যাইব কাজে ॥
কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল মরি লাজে।।
letras aleatórias
- letra de burlesque 2014 - axident
- letra de meltdown - stromae
- letra de outro - ken ring
- letra de impossible with broking wings - crunch tymerz
- letra de take care of yourself - clones of clones
- letra de yumbo yak wit yeese - cali kev
- letra de doe je wapens aan - elly & rikkert
- letra de way too much - ade
- letra de hands up - fitz and the tantrums
- letra de que el soneto nos tome por sorpresa - jorge drexler