![letras.top](https://letras.top/files/logo.png)
letra de ja kichu bujacho - sallok feat. james
যা কিছু বুঝেছ তুমি প্রেমের শুরু তারওপর,
যা কিছু জেনেছ তুমি তাহার উপরে থাকেন ঈশ্বর।
যা কিছু হয়েছে সারা যেন তাম হয়নি হারা,
ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার। ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার।
যা কিছু চেয়েছ তুমি আপন মনের টানে,
যা কিছু দেখেছ তুমি নীল দুটি নয়নে।
যা কিছু পরেছে পিছে যেন তাম হয়নি মিছে,
ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার।
ওরে ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার।
যে জন দিয়েছে ফঁাকি যেন তাহারও রয়েছে বাকি,
শুভদিনের শুভস্বপ্নে,
মাতো সবাই নতুন নতুন ঘর আর নিরাশার পরেই শুরু নতুন আশার,
ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার। ওরে ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার।
যা কিছু বুঝেছ তুমি প্রেমের শুরু তারওপর,
যা কিছু জেনেছ তুমি তাহার উপরে থাকেন ঈশ্বর।
যা কিছু হয়েছে সারা যেন তাম হয়নি হারা,
ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার। ওরে ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার।
সারু
letras aleatórias
- letra de 7 po - alaza
- letra de everybody - lyrica anderson
- letra de love yourself (fuck yourself) - arrezzia menendez
- letra de aujourd'hui et maintenant - florian etienne
- letra de somehow - sir lamont
- letra de canseira - clara valverde
- letra de sponsor me - sam riegel
- letra de kitchen fire - the paddy wagon
- letra de es complicado - princeknoz
- letra de apple cider gallon jug - bird anderson