letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de ek mukhi rasta - sallok feat. james

Loading...

বলো তুমি কোন পথে যাবে
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে

আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে
আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?

(যোগ করেছেনঃ পাপন)

হেসে উঠি হো হো হো
দুঃখেও কাঁদি না
হায়রে অবুঝ নিয়ম
বুঝেও বুঝলি না।
গেয়ে উঠি মন টানে
মনও জানে না
হায়রে অবুঝ এ মন
চিনেও চিনলি না।
এই পথ যাবে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
বলো তুমি কোন পথে যাবে
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে
আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?

(যোগ করেছেনঃ পাপন)

ধন্যবাদ।।।।

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...