letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de beyara (new bangla song)) - sajjad kabir & elita karim

Loading...

যদি রাজপ্রাসাদেও মনে পড়ে যায়
আমার কুড়েঘর
যদি ঝর্না ধারায় চোখে ভেসে ওঠে

আমার চোখের জল
যদি কফির মগে ইচ্ছে করে খেতে
আমার হাতের চা
যদি স্বন্ধ্যে হলে কানে বেজে ওঠে
আমার মিসকলটা
জানো কি সুখ যায়না কেনা
চাইলে মন যায়না বেচা
এই শরীর খাচার মন পাখিটা
বরই বেয়ারা
এই শরীর খাচার মন পাখিটা
বরই বেয়ারা
যদি মনে নাই বা থাকে
শরতের সেই দিন
যদি মনে নাই বা রাখো
তোমার আমার ঋন
কোন পিছলে রোদের দিনে
কোন শ্যাওলা জমা পথে
কোন পিছলে রোদের দিনে
কোন শ্যাওলা জমা পথে
যদি যাও হারিয়ে
কোন গভীর দীর্ঘশ্বাসে
যদি হোচট খেলেই মনে পরে যায়
আমার বাড়ানো হাত
যদি অনেক সুরে কানে বেজে ওঠে
আমার বেসুরো গান
যদি মন খারাপে ইচ্ছে করে
খুজে নিতে আমার কাধ
যদি ভয়ের মাঝে মনে পরে যায়
আমার দেয়া সাহস
জানোকি সুখ যায়না কেনা
চাইলে মন যায়না বেচা
এই শরীর খাচার মন পাখিটা
বড়ই বেয়ারা
এই শরীর খাচার মন পাখিটা
বড়ই বেয়ারা।

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...