letra de beyara (new bangla song)) - sajjad kabir & elita karim
যদি রাজপ্রাসাদেও মনে পড়ে যায়
আমার কুড়েঘর
যদি ঝর্না ধারায় চোখে ভেসে ওঠে
আমার চোখের জল
যদি কফির মগে ইচ্ছে করে খেতে
আমার হাতের চা
যদি স্বন্ধ্যে হলে কানে বেজে ওঠে
আমার মিসকলটা
জানো কি সুখ যায়না কেনা
চাইলে মন যায়না বেচা
এই শরীর খাচার মন পাখিটা
বরই বেয়ারা
এই শরীর খাচার মন পাখিটা
বরই বেয়ারা
যদি মনে নাই বা থাকে
শরতের সেই দিন
যদি মনে নাই বা রাখো
তোমার আমার ঋন
কোন পিছলে রোদের দিনে
কোন শ্যাওলা জমা পথে
কোন পিছলে রোদের দিনে
কোন শ্যাওলা জমা পথে
যদি যাও হারিয়ে
কোন গভীর দীর্ঘশ্বাসে
যদি হোচট খেলেই মনে পরে যায়
আমার বাড়ানো হাত
যদি অনেক সুরে কানে বেজে ওঠে
আমার বেসুরো গান
যদি মন খারাপে ইচ্ছে করে
খুজে নিতে আমার কাধ
যদি ভয়ের মাঝে মনে পরে যায়
আমার দেয়া সাহস
জানোকি সুখ যায়না কেনা
চাইলে মন যায়না বেচা
এই শরীর খাচার মন পাখিটা
বড়ই বেয়ারা
এই শরীর খাচার মন পাখিটা
বড়ই বেয়ারা।
letras aleatórias
- letra de mad love (mora remix) - my buddy mike
- letra de the best - future royalty
- letra de 2nd decade - mustrd.
- letra de polterhate - sho-hai
- letra de comme un écho - tim dup
- letra de antes do nunca (intro) - arma xiss
- letra de rematch against the devil - zeloggas
- letra de zeulee - zeu
- letra de chaos - telyscopes
- letra de dead end street / half light - the lemon pipers