letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de tumi kon pothey je eley - sahana bajpaie

Loading...

তুমি কোন পথে যে এলে
এলে পথিক
আমি দেখি নাই তোমারে
তুমি কোন পথে যে এলে

হঠাৎ স্বপন সম…
হঠাৎ স্বপন সম দেখা দিলে বনেরই কিনারে

তুমি কোন পথে যে এলে
এলে পথিক
আমি দেখি নাই তোমারে
তুমি কোন পথে যে এলে

ফাগুনে যে বান ডেকেছে
মাটির পাথারে
ফাগুনে যে বান ডেকেছে
মাটির পাথারে
তোমার সবুজ পালে লাগলো হাওয়া
এলে জোয়ারে
ভেসে এলে জোয়ারে
যৌবনের জোয়ারে

তুমি কোন পথে যে এলে
এলে পথিক
আমি দেখি নাই তোমারে
তুমি কোন পথে যে এলে

কোন দেশে যে বাসা তোমার
কে জানে ঠিকানা?
কোন গানের সুরের তারে
তার পথের নাই নিশানা
কোন দেশে যে বাসা তোমার
কে জানে ঠিকানা?
কোন গানের সুরের তারে
তার পথের নাই নিশানা

তোমার সেই দেশেরই তরে
আমার মন যে কেমন করে
তোমার সেই দেশেরই তরে
আমার মন যে কেমন করে

তোমার মালার গন্ধে…
তোমার মালার গন্ধে তারই আভাস প্রাণে বিহারে
আমার প্রাণে বিহারে

তুমি কোন পথে যে এলে
এলে পথিক
আমি দেখি নাই তোমারে
তুমি কোন পথে যে এলে

হঠাৎ স্বপন সম…
হঠাৎ স্বপন সম দেখা দিলে বনেরই কিনারে

তুমি কোন পথে যে এলে
এলে পথিক
আমি দেখি নাই তোমারে
তুমি কোন পথে যে এলে

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...