letra de tomarei koriachi jiboner dhrubotara - sahana bajpaie
Loading...
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
যেথা আমি যাই নাকো, তুমি প্রকাশিত থাকো
যেথা আমি যাই নাকো, তুমি প্রকাশিত থাকো
আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে
তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা
তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে
তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা
কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি
কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি
অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
letras aleatórias
- letra de santa baby - trisha paytas
- letra de a sua mãe - jimmy luv
- letra de u 2 luv - ne-yo
- letra de closure (what i want) - snake city
- letra de #hot16challenge2 - janusz tramwaj 3000
- letra de game up - bob zigga
- letra de blue collar man (long nights) [return to paradise] - styx
- letra de мама-улица (mom street) - лесоповал (lesopoval)
- letra de symphony - toxina
- letra de σε bλέπω με φλερτάρεις - bong da city