letra de sokatore oi - sahana bajpaie
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা
যাকিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা
যাকিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা
যাকিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা
সুখ আশে দিশে দিশে বেড়ায় কাতরে
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে
কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে
কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে
কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে
letras aleatórias
- letra de gumwrappers and lint - renovator's delight
- letra de piona - kukon
- letra de a dios le gusté para ti - jaziel rosas
- letra de deserto - kibba
- letra de timing - cloé mailly
- letra de evil lives on - nightcove _thefox
- letra de so this is our home (i would set myself on fire for you) - ash bricky
- letra de выбор (a choice) - horus
- letra de flamenco - aritz
- letra de feel the same way - rochelle jordan