
letra de kon puraaton praaner taaney - sahana bajpaie
Loading...
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
চোখ ডুবে যায় নবীন ঘাসে
ভাবনা ভাসে পুব-বাতাসে
চোখ ডুবে যায় নবীন ঘাসে
ভাবনা ভাসে পুব-বাতাসে
মল্লার গান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ-গানে
গানে…
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
লাগল যে দোল বনের মাঝে
লাগল যে দোল
অঙ্গে সে মোর দেয় দোলা যে
অঙ্গে সে মোর দেয় দোলা যে
লাগল যে দোল বনের মাঝে
লাগল যে দোল
যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
আজ এই মেঘের শ্যামল মায়ায়
সেই বাণী মোর সুরে আনে
আনে…
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
letras aleatórias
- letra de bagaceiro raiz - japãozin
- letra de double cup - młodypzt
- letra de timeless - jinn44k
- letra de gone without a trace (acoustic) - forest claudette
- letra de gimme - neil frances
- letra de ma lach yalda - מה לך ילדה - zehava ben - זהבה בן
- letra de california tour - elder whitaker
- letra de nie jest okej - młodyzane
- letra de ghostface - hauntboy
- letra de soon it won’t matter.. won’t have to matter.. - jatan satan