letra de ami apar hoye - sahana bajpaie
[chorus]
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[verse 1]
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
ও আমি তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়
[refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[chorus]
ও আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[verse 2]
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
ও আমি নাম শুনেছি পতিত পাবন
আমি নাম শুনেছি পতিত পাবন
তাইতে দেই দোহাই
[refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[chorus]
ও আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[verse 3]
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
ও ফকির লালন বলে
ও ফকির লালন কয়, অকুলের পতি
কে বলবে তোমায়?
[refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[chorus]
ও আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[outro]
পাড়ে লয়ে যাও আমায়
letras aleatórias
- letra de bilmek istemezsin - mertigo
- letra de o fim é triste - mc hariel
- letra de boobiexconxpardon* - boobie lootaveli
- letra de yea ok - asfixia
- letra de strange lsd visions with sort of joyness - corn wave
- letra de по черепу? (on the skull?) - umsy
- letra de big - gloxen
- letra de dámelo - el general (panama)
- letra de the tempest - the jolly rogers
- letra de #2022 - vonte*