
letra de amar sokol niye boshe achi - sahana bajpaie
Loading...
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
যে জন দেয় না দেখা, যায় যে দেখে
ভালোবাসে আড়াল থেকে
দেয় না দেখা, যায় যে দেখে
ভালোবাসে আড়াল থেকে
আমার মন মজেছে সেই গভীরের
মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়
আমার সকল নিয়ে বসে আছি
letras aleatórias
- letra de now that we talking - stickx
- letra de switch le bitch - eric stewart
- letra de cap - gmd jay q
- letra de voice of the $oul - tommy wit da tone
- letra de spengia galvoje - katarsis
- letra de made of water (live at hong kong coliseum 2014) - 王菀之 (ivana wong)
- letra de i'm coming home - aygyul
- letra de $uicide $ymphony - casey awesome
- letra de perdido entre este sampleo - resoner
- letra de 大驚小怪 (stand up) - produce pandas (熊貓堂)