letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de aami bahu basanay - sahana bajpaie

Loading...

আমি বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে
আমি বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে
এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে
বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে

না চাহিতে মোরে যা করেছ দান
আকাশ আলোক তনু মন প্রাণ
না চাহিতে মোরে যা করেছ দান
আকাশ আলোক তনু মন প্রাণ
দিনে দিনে তুমি নিতেছ আমায়
সে মহা দানেরই যোগ্য করে
অতি-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে

বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে

আমি কখনওবা ভুলি, কখনওবা চলি
তোমার পথের লক্ষ্য ধরে
তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে
এ যে তব দয়া জানি জানি হায়
নিতে চাও বলে ফিরাও আমায়
এ যে তব দয়া জানি জানি হায়
নিতে চাও বলে ফিরাও আমায়
পূর্ণ করিয়া লবে এ জীবন
তব মিলনেরই যোগ্য করে
আধা-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে

বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে
এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে
বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে
এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে
বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...