letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de ei bagane phool tola mana - sabita chowdhury

Loading...

এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা

নিশিগন্ধা নিশীথে মন যে মাতায় দিবসে পড়ে থাকে পথের ধূলায়
শিউলি গোলাপ পারুল ফোটে ঝরে যায় দুদিনের হাসি খেলা দুদিনে ফুরায়
সবাই জানে সব দুদিনের সৌরভ শুধু মানেনা
সে তো ঝরতে জানেন
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা

কে আপন কে বা যে পর জানা অজানা
দুনিয়া দুভাগ করা চেনা অচেনায়
হাজারো কাজে আছে হাজারো মানা
নিষেধের বাধায় সাধা কেবল না না না
সবাই জানে কথা শোনে যৌবন শুধু শোনেনা
সে তো ডরতে জানেনা
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...