letra de sab kata janala khule daona - sabina yasmin
Loading...
সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইবো গাইবো বিজয়েরই গান
ওরা আসবে, চুপি চুপি
যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
সবকটা জানালা খুলে দাওনা
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতির বেদনাতে
একাকার করে মন রাখতে নেই
ওরা আসবে, চুপি চুপি
কেউ যেন ভুল করে গেও নাকো
মন ভাঙা গান
সবকটা জানালা খুলে দাওনা
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে
ছড়িয়ে রাখো আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে, চুপি চুপি
কেউ যেন ভুল করে গেও নাকো
মন ভাঙা গান
সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইবো গাইবো বিজয়েরই গান
ওরা আসবে, চুপি চুপি
যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
সবকটা জানালা খুলে দাওনা
সবকটা জানালা খুলে দাওনা
letras aleatórias
- letra de without you - relent
- letra de in my lows - elodie imani
- letra de angel - chancellor (챈슬러)
- letra de orchard - lvl up
- letra de st. catherine - ducktails
- letra de glowing - slaughter beach, dog
- letra de drive (stripped) - states & capitals
- letra de duster's lament - yucky duster
- letra de allen keys - slaughter beach, dog
- letra de just for tonight - tim timebomb