letra de keu prem kore - s i tutul
Loading...
কেউ প্রেম করে,
কেউ প্রেমে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
আগেতো হয়নি এমন,
মন করে কেমন কেমন
ইচ্ছেরা যে উড়াল মারে,
কোথায় বারে বারে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
স্বপ্ন দেখি একা আমি,
হায়রে আজব পাগলামি
আমার হয়ে গেল কী যে,
উলট পালট আমি নিজে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
letras aleatórias
- letra de space energy - hefe heetroc
- letra de la solucion - diego gonzález
- letra de kiss kiss bang bang - nitzer ebb
- letra de mirza - shaitanmusic
- letra de speed that light - kj-52
- letra de real name - ryandaremixbeast
- letra de dinosaur - iofsemi
- letra de i wanna go (bs remix) - deluka
- letra de deixa as garota brink - rap plus size
- letra de worst thing that can happen - a (the band)