letra de resolutions - rupam islam
যখন কালো চুলের ভিরে সাদা
যৌবনকে অন্তরবাসে বাঁধা
যাচ্ছে না কিছুতে, মাখছি আরও নিচুতে
কাদা কাদা কাদা…
যখন কালো চুলের ভিরে সাদা
যৌবনকে অন্তরবাসে বাঁধা
যাচ্ছে না কিছুতে, মাখছি আরও নিচুতে
কাদা কাদা কাদা…
যখন সুখি শহর ঘুরে কাদা
আমাদের কেও বিছানাতে কাদা
থামছে না কিছুতে, চাইছি যে নিচুতে
হাত বাঁধা…
থাকতো যদি সাইকেল একটা
এরোপ্লেন এর মত উড়তে পারতাম
অনওয়ের যত দরজায়, জানালায়
রানওয়ের ধুলো আমি ছুরতে পারতাম
তাই কোনো আস্তাবল পেলে
পঙ্খিরাজ ধরে পুষতে পারতাম
তোমার নরম শরীরি বিছানা পেতে
রোজ রাত্রে আমি যুদ্ধে হারতাম
শুধু একটু মনের জোর
ভেঙে দিত হারগোর এনিমি
থাকলে হাতে হাত তোর
হয়ে নীল ডাউন হাত জোর শত্রু শিবির…
যখন তোমার চোখেই আমার বাসা
হতে পারত প্রেমের গল্প খাসা
তবু ভিজে বারুদে আর ঘুমের ওষুধে কোণঠাসা
বুজবেকে ভালোবাসার ভাষা হতাশা, দুর্দশা না তামাশা
তিনদিন বাস স্বর্গতে তার পর ঢোকে গর্ততে উচ্চাসা
থাকতো যদি নারকেল একটা মরুভুমিতেই আমি ব্রেকফাস্ট সারতাম
দরকার হত একটা হাতুরির শুধু
দেখতে যে পারিনা আর কি পারতাম
প্যরিস স্টরাডেল আর নেটো নেট
ঘেঁটে যুক্তির দেশ আমি জেনেমেল সারতাম
বাদামিঠনের পেয়ালা চুমুক দিয়ে
দূর করতাম বন্ধাত্তের দুরনাম…
থাকতো যদি সাইকেল একটা
এরোপ্লেন এর মত উড়তে পারতাম
অনওয়ের যত দরজায়, জানালায়
রানওয়ের ধুলো আমি ছুরতে পারতাম
তাই কোনো আস্তাবল পেলে
পঙ্খিরাজ ধরে পুষতে পারতাম
তোমার নরম শরীরি বিছানা পেতে
রোজ রাত্রে আমি যুদ্ধে হারতাম
শুধু একটু মনের জোর
ভেঙে দিত হারগোর পৃথিবী
থাকলে হাতে হাত তোর
হয়ে নীল ডাউন হাত জোর শত্রু শিবির…
letras aleatórias
- letra de в погоне за ши (in pursuit of schi) - almbe & lostaf
- letra de fall - lo-fi resistance
- letra de 2 basic - anxiety attacks!
- letra de бег по кругу (beg po krugu) - fonetic
- letra de gum on my shoe - flood (heavy metal)
- letra de bow!!! (going ghost) - ice g
- letra de reflections of blue - wezl
- letra de fwu - marsh b.
- letra de hells jukebox - planet cool!
- letra de my eyes only - kmrnxo