letra de agunkheko - rupam islam
[verse 1]
ধূসর দিনযাপন
রোজ রাতে চাল মাতের অন্ধকার
নিজের তাগিদেই
ঘর ছেড়ে বেরোলাম আবার
[verse 2]
বেরঙিন দিনযাপন
রোজ রাতে চাল মাতের অন্ধকার
নিজের তাগিদেই
ঘর ছেড়ে বেরোলাম আবার
[pre-chorus]
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোনো মানুষ না দেবতা
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোনো মানুষ না দেবতা
পিছু ডাকে সাড়া দেবো না
[chorus]
থামবো না আর, এগিয়ে যাবো
পায়ে ধুলো হোক সব বিপদ
যুদ্ধেই ঠিক শান্তি পাবো
নিয়েছিলাম সেই শপথ
হয়ে আগুনখেকো দেখো
হে জীবন, আসছি ফেরত
[verse 3]
ঘর ভেসে যায় যাক
আমায় এই দান খেলতেই হবে
দাঁড়িপাল্লাতে ন্যায়ের হিসেব মিলতেই হবে
[verse 4]
ঘর ভেসে যায় যাক
আমায় এই দান খেলতেই হবে
দাঁড়িপাল্লাতে ন্যায়ের হিসেব মিলতেই হবে
[pre-chorus]
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোনো মানুষ না দেবতা
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোনো মানুষ না দেবতা
পিছু ডাকে সাড়া দেবো না
[chorus]
থামবো না আর, এগিয়ে যাবো
পায়ে ধুলো হোক সব বিপদ
যুদ্ধেই ঠিক শান্তি পাবো
নিয়েছিলাম সেই শপথ
হয়ে আগুনখেকো দেখো
হে জীবন, আসছি ফেরত
[outro]
আসছি ফেরত, আসছি ফেরত
আসছি ফেরত, আসছি ফেরত
letras aleatórias
- letra de braille - erick hervé
- letra de death therapy - terminal sleep
- letra de bambi - karri
- letra de riding in silence - ptp (power through people)
- letra de scarecrow - displace (band)
- letra de tükör - solére
- letra de i am セーラームーン (i am sailor moon) - 三石琴乃 (kotono mitsuishi)
- letra de dřív možná - ektor
- letra de diamond life 2 (ca$h ironic) [feat. lord byron] - hospital gown
- letra de lost forever - sevuryn