letra de onek bristi jhore - runa laila
Loading...
অনেক বৃষ্টি ঝরে তুমি এলে
যেন এক মুঠো রোদ্দুর আমার দুচোখ ভরিয়ে তুমি এলে…
অনেক বৃষ্টি ঝরে তুমি এলে…
যেন এক মুঠো রোদ্দুর আমার দুচোখ ভরিয়ে তুমি এলে…
কত বেদনার বিষন্ন মেঘে ভেসে ভেসে
এলে তুমি অবশেষে…
কত বেদনার বিষন্ন মেঘে ভেসে ভেসে
এলে তুমি অবশেষে
তাই বাতায়নে
ময়ূরেরও ঝিলিমিলি ঝিলিমিলি
আজ সারাদিন ধরে
আমার দুচোখ ভরিয়ে
তুমি এলে…
আমি যেন ঐ
আলোর খেয়ায়
আনমনে ভেসে যায়
কোন স্বপ্নের দেশে যাই
আমি যেন ঐ
আলোর খেয়ায়
আনমনে ভেসে যায়
কোন স্বপ্নের দেশে যাই…
কত শিউলির আনন্দ যায় ডেকে ডেকে
দূর বনভূমি থেকে
কত শিউলির আনন্দ যায় ডেকে ডেকে
দূর বনভূমি থেকে…
তুমি এলে যেন এক মুঠো
চঞ্চল চঞ্চল
খুশি এলো অন্তরে
আমার দুচোখ ভরিয়ে
তুমি এলে…
অনেক বৃষ্টি ঝরে
তুমি এলে
যেন এক মুঠো রোদ্দুর
আমার দুচোখ ভরিয়ে
তুমি এলে…
letras aleatórias
- letra de river called disaster - trapper schoepp
- letra de no body - dxrkskies
- letra de doom - day in day out
- letra de jenny - rixh.klean.spryt
- letra de ain't no use - dakota staton
- letra de tha rethink - blue sails
- letra de energy - rilops
- letra de нэйт диаз (nate diaz) - hash tag
- letra de lemon pepper freestyle beat - victor pope jr
- letra de everything reminds me - the deep dark woods