letra de bajilo kahar beena - rita ghosh
Loading...
বাজিল কাহার বীণা মধুর স্বরে
আমার নিভৃত নব জীবন-‘পরে
প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম
কার দুটি নিরুপম চরণ-তরে॥
জেগে উঠে সব শোভা, সব মাধুরী,
পলকে পলকে হিয়া পুলকে পূরি।
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ,
পরানের আবরণ মোচন করে॥
লাগে বুকে সুখে দুখে কত যে ব্যথা,
কেমনে বুঝায়ে কব না জানি কথা।
আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি,
কাঁপে নদী বনরাজি বেদনাভরে॥
letras aleatórias
- letra de soldiers of misfortune (turning blood into oil) - filter
- letra de duramax (remix) - lenny cooper
- letra de keiner von uns ist frei (none of us are free) - nina hagen
- letra de no option - deezy216
- letra de нахуй школу(fuck school) - yung meiz
- letra de colors - young troubled minds
- letra de saturdays (again) - avey tare
- letra de september (with dagmar segbers) - cherry pickers
- letra de influenza - space
- letra de over this - matthew young