letra de kanar hat - rinku
Loading...
এসব দেখি কানার হাট বাজার
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার।।
পণ্ডিত কানা অহংকারে
মাতবর কানা চোগলখোরে।
সাধু কানা অন বিচারে
আন্দাজে এক খুঁটি গেড়ে,
চেনে না সীমানা কার।।
এক কানা কয় আর এক কানারে
চল এবার ভবপারে।
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারে বার।।
কানায় কানায় উলামিলা
বোবাতে খায় রসগোল্লা।
লালন তেমনি মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার।।
letras aleatórias
- letra de whole lotta love - 29/6/69 top gear - led zeppelin
- letra de the weary - kathryn joseph
- letra de from half - iameroc
- letra de dreams of reason - the tea party
- letra de lilxade - lilxade
- letra de factories of death - sagittarius
- letra de i still see ghosts / the hollow ii - corey kilgannon
- letra de successo - dender
- letra de ich weiß - sedafoxx
- letra de wtf is that?! - cmdwn