letra de ami kaan pete roi - rezwana chowdhuri bonya
আমি কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন দ্বারে-বারে বারে
কান পেতে রই
কোন্ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে-বারে বারে
কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন দ্বারে-বারে বারে
কান পেতে রই
ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে,
কোন্ রাতের পাখি গায় একাকী
রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে-বারে বারে
কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন দ্বারে-বারে বারে
কান পেতে রই
কে সে মোর কেই বা জানে,
কিছু তার দেখি আভা।
কিছু পাই অনুমানে,
কিছু তার বুঝি না বা।
কে সে মোর কেই বা জানে,
কিছু তার দেখি আভা।
কিছু পাই অনুমানে,
কিছু তার বুঝি না বা।
মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে,
ও সে আমায় জানি পাঠায় বাণী
আমায় জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে-বারে বারে
কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন দ্বারে-বারে বারে
কান পেতে রই
কোন্ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে-বারে বারে
কান পেতে রই
letras aleatórias
- letra de world go 'round - nature
- letra de yeah - dead players
- letra de the rite - cruz cobain
- letra de mein kleiderschrank - eko fresh
- letra de faceless - nems
- letra de blaze up freestyle - machine gun kelly
- letra de fly fly - sentino
- letra de slidin - jayxtunez
- letra de have you ever seen a boy break down? - carlos vara
- letra de growing - t.j. ellison