letra de prem shomachar - recall
ভালো যদি নাইবা বাসিস
তবে কেন কাছে আসিস?
ভালোবাসার প্যাঁচ খেলাতে
মিছে কেন আমায় বাঁধিস?
ভালো যদি নাইবা বাসিস
তবে কেন কাছে আসিস?
ভালোবাসার প্যাঁচ খেলাতে
মিছে কেনো আমায় বাঁধিস?
নিজের চলন করে বাঁকা
অভিনয়ে তুই সে পাকা
হরহামেশা করিস বসে
আমার পকেট ফাঁকা
নিজের চলন করে বাঁকা
অভিনয়ে তুই সে পাকা
হরহামেশা করিস বসে
আমার পকেট ফাঁকা
ভালোবাসার কচকচানী ভাল্লাগে না আর
তোরে নিয়া স্বপ্ন দেখার পড়সে ঠেকা কার?
ভালোবাসার কচকচানী ভাল্লাগে না আর
তোরে নিয়া স্বপ্ন দেখার পড়সে ঠেকা কার?
বিনিময়ে ছুঁইতে গেলে
ঝাড়ু-ঝাঁটা সবই মেলে
তবু তোরে উজাড় করে দিলাম সবই
বুঝলে অমন মারবি ফাঁকি
সুখের এমন স্বপ্ন আঁকি?
অত সোহাগ আদর দিয়ে
ময়না-টিয়া পাখি ডাকি?
নিজের চলন করে বাঁকা
অভিনয়ে তুই সে পাকা
হরহামেশা করিস বসে
আমার পকেট ফাঁকা
ভালোবাসার কচকচানী ভাল্লাগে না আর
তোরে নিয়া স্বপ্ন দেখার পড়সে ঠেকা কার?
ভালোবাসার কচকচানী ভাল্লাগে না আর
তোরে নিয়া স্বপ্ন দেখার পড়সে ঠেকা কার?
letras aleatórias
- letra de sepet - düş sokağı sakinleri
- letra de antartide (feat. shama24k) - ethos (ita)
- letra de flipside - futuro incierto
- letra de twitchin' - rayray keep booming
- letra de brazi blue cheese - ytb fatt
- letra de kopaevo plug 2 - bonus-track - purple & ogkidy
- letra de unamos nuestras voces - barbie
- letra de taxidermy - wildchains
- letra de бельтайн (beltane) - эдда (edda) (rus)
- letra de into the void [animattronic remix] - celldweller