letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de charidikey - recall

Loading...

চারিদিকে,
যেন এক স্বপ্ন ঘোর ।
তোমার আমার ভালবাসার খবর,

কি যেন কি আছে লেখা
আধো আলো-ছায়ায় ডোবা, এই প্রহর ।
তোমাতেই মন মিলে মিশে একাকার… ।
কতোগুলো ভোর তোমার সাথে দেখা,
তোমায় ভেবে লেখা কোন কবিতায় ।
আমার শিহরণেও তোমাকেই পাওয়া,
তোমার স্পর্শে হারিয়ে গেছি।
তোমার আমার সুরে,
অপার এই মন ঘুরে,
দূরে আবার নতুন করে
নিভৃত সব ইচ্ছেগুলো
তোর কামনায় পুড়ে ।

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...