letra de adure din - ranajoy bhattacharjee
তুমি হয়তো বহুদূর, তবু তোমার কথার সুর
দেখো বাজছে আমার বেসুরো জীবনে
তুমি কোথায় নিরুদ্দেশ, তবু তোমায় ছোঁয়ার রেশ
আমার একলা জীবন মুহূর্তরা জানে
আজ রাত্রি যখন আসে, এই জীবন খানিক হাসে
বলে পারলি না তো ছুঁতে তুই আর একটা দিন
আজও স্বপ্নে তোমায় খুঁজি, বড় আশায় চোখ বুজি
ভাবি নামবে দু’চোখ জুড়ে সেই আদুরে দিন
ফিরে ফিরে আসে ঢেউ, ছায়ারাও হচ্ছে বড়
ঝিনুকের মতো দিন কুড়িয়েও দেখতে পারো
এ ঘরের গভীরে, নোনা ধরা শরীরে
এক মুঠো রোদ্দুর বহুদূর হয়ে থাকো তুমি
এই মেঘলা মনের গান, আমার বড্ড অভিমান
তাকে ঘুম পাড়াবো স্বপ্ন আসবে বলে
আজ রাত্রি যখন আসে, এই জীবন খানিক হাসে
বলে পারলি না তো ছুঁতে তুই আর একটা দিন
আজও স্বপ্নে তোমায় খুঁজি, বড় আশায় চোখ বুজি
ভাবি নামবে দু’চোখ জুড়ে সেই আদুরে দিন
ছেঁড়া ছেঁড়া রাত-দিন, পিয়ানোর সাদাকালো
বেহিসেবি আঙুলে সংসারী সুর তোলো
খুব চেনা সেই সুর, ভেজা ভেজা রোদ্দুর
দু’চোখে হ্যামেলিন হয়ে রাতদিন খেলা করে
কবে, কোথায় এটার শেষ, আমার ভাবতে লাগে বেশ
আমার মেঘের বৃষ্টি হয়তো তোমার চোখে
আজ রাত্রি যখন আসে, এই জীবন খানিক হাসে
বলে পারলি না তো ছুঁতে তুই আর একটা দিন
আজও স্বপ্নে তোমায় খুঁজি, বড় আশায় চোখ বুজি
ভাবি নামবে দু’চোখ জুড়ে সেই আদুরে দিন
letras aleatórias
- letra de da munchies - immature
- letra de 0 - 100 - separate
- letra de avon chron - too indecent
- letra de al pasar del tiempo - charles ans
- letra de fahrradkette - rino mandingo
- letra de crucified (nuzak remix) - army of lovers
- letra de off my mind - lil force
- letra de .38 special - mark knopfler
- letra de deep chasm, part iv: chasm - sky architect
- letra de my old man's a fatso (angry samoans) - the queers