letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de saradin aanmon (male) - raj barman

Loading...

সারাদিন আনমন, তোর ভাবনাতে সারাক্ষণ
তুই আসবি যে কখন, জানি না
অগোছালো দিনরাত, বুকে বয়ে চলা নদীখাত
যায় বলে ঢেউয়ে ঢেউয়ে তোর নাম

নীল নীল দিগন্তে তোকে ছুঁতে চাই একান্তে
আর হারাবো ঠিক অজান্তে তোর সাথে
কেউ না থাকলে বেশ হয়, এই পথ যদি না শেষ হয়
রাখ হাতটা চুপিসারে তোর হাতে

উড়ে যাই চল ওই দূরে, ভিজি চল আজ রোদ্দুরে
ভালোবাসা হোক বিনিময় মনে মনে
না বলা যত কথা ভেসে যাক কথকতায়
শুরু হোক ডাকনাম আমার গানে

কিছু সাবধানে, কিছুটা বেখেয়ালে
তোর সাথে হবো রাস্তা পার
এ শহর জুড়ে লিখে দেবো সব দেওয়ালে
বুকে হাত রেখে, তুই আমার

চল সাথে তোর যাবো তেপান্তর
সাথে নিয়ে যত খামখেয়াল
জানবে না কেউ যায় বাঁধা
স্বপ্ন ছোঁয়া দিয়ে উড়াল

উড়ে যাই চল ওই দূরে, ভিজি চল আজ রোদ্দুরে
ভালোবাসা হোক বিনিময় চোখে চোখে
না বলা যত কথা ভেসে যাক কথকতায়
এ গানের সুরে সুরে চাইছি তোকে
উড়ে যাই চল ওই দূরে, ভিজি চল আজ রোদ্দুরে
ভালোবাসা হোক বিনিময় চোখে চোখে
না বলা যত কথা ভেসে যাক কথকতায়
এ গানের সুরে সুরে চাইছি তোকে

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...