letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de ki jadu korle sundori - rahul majumdar

Loading...

দেখে যে তোমাকে এক ঝলক
থেমে গেছে জীবনের ঘড়ি
পড়ছে না দু’চোখের পলক
কী জাদু করলে, সুন্দরী

দেখে যে তোমাকে এক ঝলক
থেমে গেছে জীবনের ঘড়ি
পড়ছে না দু’চোখের পলক
কী জাদু করলে, সুন্দরী

গোবেচারা মন হারালো কখন
ভুলে সে নিজের ঠিকানা
একা বোকা দিন হলো যে রঙিন
ইচ্ছেরা মেললো ডানা

খুঁজি খড়কুটো, বাঁচবার ছুতো
আমি তোমার দু’চোখে বানভাসি
পরিচয় নিজের হারিয়েছি নিজেই
শুধু বলতে তোমাকে ভালোবাসি
খুঁজি খড়কুটো, বাঁচবার ছুতো
আমি তোমার দু’চোখে বানভাসি
পরিচয় নিজের হারিয়েছি নিজেই
শুধু বলতে তোমাকে ভালোবাসি

আঁকিবুঁকি আঁকে মন
মানে খোঁজে এ জীবন
স্বপ্নেরা জাল বোনে যায়
বুক জুড়ে তোলপাড়
এ কী যে হলো আমার
কী করে যে তোমাকে বোঝাই
তোমাকেই ভাবি যে
হয়ে গেছি কবি যে
অন্তেরা খোঁজে শুধু মিল
রুপকথা লাগে সব
যেন এক অসম্ভব
কল্পনা রঙে ঝিলমিল

গোবেচারা মন হারালো কখন
ভুলে সে নিজের ঠিকানা
একা বোকা দিন হলো যে রঙিন
ইচ্ছেরা মেললো ডানা

খুঁজি খড়কুটো, বাঁচবার ছুতো
আমি তোমার দু’চোখে বানভাসি
পরিচয় নিজের হারিয়েছি নিজেই
শুধু বলতে তোমাকে ভালোবাসি
খুঁজি খড়কুটো, বাঁচবার ছুতো
আমি তোমার দু’চোখে বানভাসি
পরিচয় নিজের হারিয়েছি নিজেই
শুধু বলতে তোমাকে ভালোবাসি
খুঁজি খড়কুটো, বাঁচবার ছুতো
আমি তোমার দু’চোখে বানভাসি
পরিচয় নিজের হারিয়েছি নিজেই
শুধু বলতে তোমাকে ভালোবাসি

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...