letra de shanti nai - raafky
hook
(ভ্রান্তি সব শান্তি নাই) শান্তি পাবো কই
(ক্লান্ত but লড়তে চাই) হেরে যাবো কই
(আমি ব্যর্থতা ভুলতে চাই) দাবাই পাবো কই
আমি পালাই যাবো কই আমি হারাই যাবো কই
(ভ্রান্তি সব শান্তি নাই) শান্তি পাবো কই
(ক্লান্ত but লড়তে চাই) হেরে যাবো কই
(আমি ব্যর্থতা ভুলতে চাই) দাবাই পাবো কই
আমি পালাই যাবো কই আধার আলো পাবো কই
verse – 1
মনের শান্তির খোঁজে পথভ্রষ্ট অভাবে স্বভাব হয় নষ্ট
আমি দেখি যা দুই চোখে লিখি তা কাগজে একা সব করি তাই শ্রেষ্ঠ
আমার জবানে বাঝে না কথা সব বলতে প্রতিবাদি শব্দ তাই নষ্ট
যেইটা দেখেছি জীবনে বয়সের আগে সব তাই আজ বাড়ছে কষ্ট
কষ্ট এতো যে আমি ভিড়েও একা আজ নিজেকে করি প্রশ্ন
আমি বিশ্বাস করি খোদাকে উনি বাচিয়ে তুলবে আমাকে
আমি নিজেকে চাই না জিন্দা দেখতে যাচ্ছে জীবন ব্যর্থ
আর ওই ব্যর্থতা সব ঘারে এসে বসছে নিশ্বাস নিতেও কষ্ট
আমি ভ্রষ্ট পথ টা খুঁজে বেড়াই আজো নিজের ভুলেতে বদ্ধ
লাগছে কেয়ামত চলে জীবনে তাই হারিয়ে ফেলছি শব্দ
সবাই নগ্ন ক্ষমতায় ভুলটা ভালটাই মানসিক চাপে সব কষ্ট
আমার কাল সব রাতের ছায়া আমাকে ভবিষ্যৎ বলে খুব অল্প
আমি দক্ষ কাজে তাই সংগীত সাধনায় হারিয়ে দেখছি স্বপ্ন
প্রতিদিন যাচ্ছে কেমনে যুদ্ধ চলছে নিজের সাথে তবু লড়বো
আমার করে আসা ভুল বাধা হয়ে আজ রাস্তা কাটাই বন্ধ
প্রতিবার চিল্লাই বলি আমি একা হয়ে আছি মৃত্যুর আশায় করা কর্ম
hook
(ভ্রান্তি সব শান্তি নাই) শান্তি পাবো কই
(ক্লান্ত but লড়তে চাই) হেরে যাবো কই
(আমি ব্যর্থতা ভুলতে চাই) দাবাই পাবো কই
আমি পালাই যাবো কই আমি হারাই যাবো কই
(ভ্রান্তি সব শান্তি নাই) শান্তি পাবো কই
(ক্লান্ত but লড়তে চাই) হেরে যাবো কই
(আমি ব্যর্থতা ভুলতে চাই) দাবাই পাবো কই
আমি পালাই যাবো কই আধার আলো পাবো কই
verse – 2
suicidal thoughts মাথায় ঘুরে কেনো চোখ থেকে সবাই অন্ধ
কেনো লাগে পারিবারিক সমস্যা সৃষ্টি সব আমার জন্য
লাগে জীবনটা দীর্ঘ শান্তি খুব অল্প ঘুম ভেঙে যাবে দেখবো সব স্বপ্ন ব্যর্থ অল্প সুন্দর গল্প মা-বাপ হবে খুশি আমার জন্য
না সব বিপরীতে ঘটে এইতো শুরু কষ্ট আরো আছে trigger হাতে ধরে
please save (মৃত্যু রুপে এসে)
এইসব মায়া ভরা স্বপ্ন আমায় প্রতিরাতে মারে
তবু হাঁসিমুখে থাকে
কেমন আছি জানতে চাইলে মুখটা ভাল আছি বলে
কিন্তু মিথ্যাটাকে খুশি ভাবে সত্য কে আর দেখে
এইযে আমি ভাইয়া আমি নাই আর আত্তা গেছে মরে
এই দুনিয়ার যা কষ্ট বাকি খুশি মৃত্যু এলে
গেলাম ঠিকানাটা ভুলে হেটে অজানাতে চলে
আমার বন্ধু ভাই আর কষ্টের সংগী আমি শুধু নিজে
এখন নিজেকে নিজের অভিশাপ লাগে কেনো দুনিয়ায় এলে
আজ শ্বাসটা থামলে মুক্ত হয়ে যাবো দুনিয়ার মায়াটা ছেড়ে
hook
(ভ্রান্তি সব শান্তি নাই) শান্তি পাবো কই
(ক্লান্ত but লড়তে চাই) হেরে যাবো কই
(আমি ব্যর্থতা ভুলতে চাই) দাবাই পাবো কই
আমি পালাই যাবো কই আমি হারাই যাবো কই
(ভ্রান্তি সব শান্তি নাই) শান্তি পাবো কই
(ক্লান্ত but লড়তে চাই) হেরে যাবো কই
(আমি ব্যর্থতা ভুলতে চাই) দাবাই পাবো কই
আমি পালাই যাবো কই আধার আলো পাবো কই
letras aleatórias
- letra de radio on - emirsian
- letra de bloodshot eyes - the choir
- letra de wrist hurt - manhattan mal
- letra de domenica - federico baroni
- letra de fool for you - treis
- letra de sbandando - eros ramazzotti
- letra de killing shit - king luzbel
- letra de fuck you world - rare americans
- letra de 420 - yung drizzyf
- letra de over getting over you - johann beach