
letra de odhikaar - raafky
সাথে থাকলে সঙ্গী, না হয় হয়ে যাবে জঙ্গি
চেয়েছিলো অধিকার হয়ে গেলো রাজাকার
ছাত্রই করলো দেশটা স্বাধীন তাহলে বলো দেশটা কার
চেয়েছিলো অধিকার হয়ে গেলো রাজাকার
নিজের প্রজা নিজেই মারে প্রজার প্রশ্ন রাজা কার
৭১ এর দা-লাল না, ২৪ এর মাদা-রচো-দ
অস্র হাতের জঙ্গি এরা মুখোশের পিছনে লুকিয়ে মুখ
এতো গুলো যে প্রাণ গেলো তার দায়ভার নিবে কে
আমার মাতৃভুমি আজ রণক্ষেত্র এর জবাব টা দিবে আজ কে
এই দেশে ঈমান বেচে চলে প্রশাসন, অত্যাচারী করে দেশ শাসন
ভুলিস না ছাত্ররাই তো করেছিলো ভাষার জন্য আনদোলন
ঠেকা অস্ত্র বুকে তবুও দিয়ে যাবো জবাব
এই বর্তমান সময়ে দেশের জন্য ভালো চাওয়াই খারাপ
আমার দেশের ভিতরে, দেশের মানুষই, দেশটা করছে ধ্বংস
এরা দেশপ্রেম দেখাই, দেশের মানুষের পরিবার করে ধ্বংস
কেনো ভাই রাজাকারের মাথায় দেশের পতাকা, দেশপ্রেমির মাথায় হেলমেট
ভাই-ভাই করে, ভাই কে মার’স, চেটে নাজায়েজ ভাই কে
মহিলার গায়ে হাত দিয়ে কর’স প্রমাণ নিজের পুরুষত্বের
মা বোন তোর ঘরে নাই কী, ভাব না তাদের এই জায়গাই রাখলে
রক্তে ভেজা ইটে আমরা জন্ম দিবো গোলাপ
বুঝিনা ৭১ আর ২৪ দলের পার্থক্য টা কোথায়
চেয়েছিলো অধিকার হয়ে গেলো রাজাকার
ছাত্রই করলো দেশটা স্বাধীন তাহলে বলো দেশটা কার
চেয়েছিলো অধিকার হয়ে গেলো রাজাকার
নিজের প্রজা নিজেই মারে প্রজার প্রশ্ন রাজা কার
সবুজ আর নাই পুরা মানচিত্রটাই লাল
এরা বাপের কোটাই দেশ চালাই তাই সবাই রাজাকার
আমার দেশের ইতিহাস দমায় রাখা সোজা না
আমি মরলে আমার মতো করলে দশজন ঠিকানা
হাঙামা চাই না আমরা চাই দেশে শান্তি
ঠিক মতো কথা গুলো শুনতো যদি আর কী
বাপের কোটায় ছেলে এরপর দাদার কোটায় নাতি
এই প্রশ্ন তুলে কেনো লাশ হয়ে আমি ঘরেতে ফিরে আসি
যেমন রাতের পরে দিন, তেমনি হারের পরেই জিত
তোরা লেগে থাক, জান নিবে নিয়ে যাক
বিন্দু থেকে সাগর করে ধ্বংস নিজের ডেকে যাক
এক যাক সোনার দেশের ইতিহাস রক্ত দিয়ে আবার
শিক্ষা, শান্তি, প্রগতি, কই গেলো মূলনিতি
কলমের ভয়ে তোরা অস্ত্র নামাস বাহ চু-দির ভাই দেশপ্রেমি
দেশকে বেচে তোরা ঘর চালাস আমরা চাই না এইরকম দেশপ্রেমি
স্বাধীনতা কই সোনার বাংলার, স্বাধীনতা চাই এখনই
চেয়েছিলো অধিকার হয়ে গেলো রাজাকার
ছাত্রই করলো দেশটা স্বাধীন তাহলে বলো দেশটা কার
চেয়েছিলো অধিকার হয়ে গেলো রাজাকার
নিজের প্রজা নিজেই মারে প্রজার প্রশ্ন রাজা কার
ছিনে নিয়ে অধিকার, নাম দিলো রাজাকার
letras aleatórias
- letra de outra vez - jeito moleque
- letra de captain hill - bernelius
- letra de devoted - zvc
- letra de cabros de mierda - sentino
- letra de sexy mala - darkoo
- letra de handschellen - cassy
- letra de once in silence - one without
- letra de loud as ears - kelly joe phelps
- letra de умерла эпоха (the era died) - horus
- letra de alexandria - itsthechef