letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de jontrona - raafky

Loading...

[intro]
তুমিহীনা আমি কল্পনাতেও, ভীষণ একা এই যন্ত্রণাতেও
এসেছিলে তুমি স্বপ্নে আবারও, ভেঙে ঘুম আমায় স্বপ্ন কাঁদালো

[chorus]
কত যন্ত্রণা, কত ব্যর্থতা
তোমায় ভেবে আজও কষ্ট টা
কেনো কমে না, কেনো আজও ভোর আসে না
কত যন্ত্রণা, কত ব্যর্থতা
তোমায় ভেবে আজও কষ্ট টা
কেনো কমে না, কেনো আজও ভোর আসে না

[verse – 1:raafky]
জানো কী কতটা ভালবাসি, আমি আজও মনে তোর ছবি আকি
একা বসে করি লেখালেখি যখন দিন শেষে তোরে মনে করি
জানো কী কতটা নিখোঁজ আমি, আমি মুসাফির তোর মনের গলি খুঁজি
জানো কী আজও হ্যা তোমার আমি, আমি আঁধারে আজও তোর ছায়া দেখি
এক সময় ছিলাম হারানো ছলনায়, আজ আমি হারানো কবিতায়
তুমি আমি ঠিকই এক আছি, খুবি কাছাকাছি তবে সবই তো কল্পনায়
হয়েছে ব্যার্থ প্রার্থনা সব, শোনেনি আমাকে স্রষ্টাও
পাগল ছিলাম আমি তোর খোঁজে কেনো হারিয়ে ফেলেছি নিজেকেও
কতদূরে তুমি হারিয়ে গিয়েছো মুছে দিয়ে প্রেমের অস্তিত্ব
বিশ্বাস নাই আর ভালবাসায় কারণ বিশ্বাস ভেঙেছো তুমিও
আমাকে ভেঙেচুরে করলো ছারখার, কেনো খুঁজি তোমায় আজও বারবার
হারিয়ে যাও মেলিলে চোখ, কাঁদিয়ে যাও কিন্তু বুঝলেনা তো
[chorus]
কত যন্ত্রণা, কত ব্যর্থতা
তোমায় ভেবে আজও কষ্ট টা
কেনো কমে না, কেনো আজও ভোর আসে না
কত যন্ত্রণা, কত ব্যর্থতা
তোমায় ভেবে আজও কষ্ট টা
কেনো কমে না, কেনো আজও ভোর আসে না

[verse – 2 : fraze khan]
পুড়াইলি যন্ত্রণাতে, বুঝে না তাও মনটারে
ভোরও দেইখা ফেললি রাইখা আমারে আন্ধারে
আশা তে বাঁচে মানুষ, তোর আশা তে জিন্দা রে
এখনো সহ্য হয় না তোর ব্যাপারে নিন্দা রে
চোখ টা বন্ধ করলে মায়াভরা ওই চোখ ভাসে
তোর ওই হাঁসি দেখতে, কতরাত আমার মন কাঁদে
দিবো কী ভাগ্যের দোষ, না তুই ছিলি আমার জীবনে ভুল
চলে গেলি এক নদীর পাড়ে, আমি এখনো ভাসছি পাই নাই কুল
তুমি ভাবো তুমি সবই জানো
কিন্তু তুমি কত সুন্দর দেখতে এটা তুমি জানো না
যার সাথে তুমি গেলে আমায় ফেলে
i’m d-mn sure সে তোমার কদরও করে না

[chorus]
কত যন্ত্রণা, কত ব্যর্থতা
তোমায় ভেবে আজও কষ্ট টা
কেনো কমে না, কেনো আজও ভোর আসে না
কত যন্ত্রণা, কত ব্যর্থতা
তোমায় ভেবে আজও কষ্ট টা
কেনো কমে না, কেনো আজও ভোর আসে না
[outro]
কত যন্ত্রণা, কত ব্যর্থতা

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...