letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de berthota (ব্যর্থত) - raafky

Loading...

অনেক হলো এই ব্যর্থতা চলে যাবো আর ফিরে আসবো না

শেষ বারে শ্বাসটা থামছে আমার অতীত মনে পরছে
কিছু যে ভুল ত্রুটি ছিলো সব আজ চোখের সামনে আসছে
আমার গলাই দড়ি পরছে পা আজ আকাশেতে ঝুলতে
মায়ের মুখের সে হাঁসি আজ খুবি মনে পরছে
বাবা যে বলতো এই আমাকে বিপদ সামলাবে সাবধানে
আজ ব্যর্থ আমি জীবন ছেড়ে যাচ্ছি চলে দুরে
কিছু যে কথা ছিলো বলার আজ সব বলবো এইভাবে
তোমার মুখে হাঁসি চেয়েছি প্রিয় প্রতি মোনাজাতে
সময়ে দাড়িয়ে এই পারে সময়ে দাড়িয়ে ওই পারে
তোমাকে একটু দেখবো বলে আমার এই বুকটা জোরে কাপে
রক্তে নিকোটিন জমছে ব্যথা সব অশ্রু রুপে নামছে
প্রতিটা ব্যর্থটাও বৃথা আজ যাওয়ার সময় আসছে

অনেক হলো এই ব্যর্থতা চলে যাবো আর ফিরে আসবো না
অনেক হলো এই ব্যর্থতা চলে যাবো আর মিথ্যে হাঁসবো না

কতোটা আগলে গুছিয়ে রাখতো মা বাবা এই আমাকে
তাদের মুখের হাঁসি ছিনিয়ে আমি ভাঙলাম স্বপ্ন টাকে
কখনো নিজের মনটা বলে এতো পাষাণ কেমনে হলে
মুচকি হাঁসি দিয়ে মনকে বলি বাস্তবতা দেখে
কখনো ভাবিনি এইভাবে পাপ ঘারে চরে বসবে
জন্মদাতার দেখা স্বপ্ন সব আমার জন্যে ভাঙবে
রাত্রি সব ভাবনাই কাটে কেমনে সামলাবো নিজেকে
নিজের দোষ আর নিজের খারাপ আটকে রেখেছে এই আমাকে
যেইটা দিয়েছে আমাকে সেইটা চাইনি কখনো কাছে
আজ চলে যাওয়ার সময় সব পরছে সব চোখে এসে
শ্বাসটা আজো চলছে তবে আমি আমি নয় স্বভাবে
মিথ্যে হাসির ভেতর লুকিয়ে রাখি নিজের কষ্ট টাকে

অনেক হলো এই ব্যর্থতা চলে যাবো আর ফিরে আসবো না
অনেক হলো এই ব্যর্থতা চলে যাবো আর মিথ্যে হাঁসবো না

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...