letra de daan haat obosh - qzzy slatt
[chorus]
আমার ভাইগুলা ছিলো আমার ডান হাত
ডান হাতটা এখন তো অবশ
শুভ কাজে পড়ে নজর
ঘুমন্ত বালিশে কবজ
আপন হতে পারি নাই সফল
আমার হৃদয়ের জায়গাটা দখল
আমার চোখের পানি দিয়ে নহর
আম্মু কাঁদে পড়ে নফল
[post-chorus]
আমার দুঃখে কেন হাসো?
তিলে তিলে মরি আজও
দুনিয়ার মানুষরা আজব
জোড়াতালি বুকে পাঁজর
হৃদয়ের মানুষটা হও না
বিশ্বাসী মানুষটা হও না
আমায় বুকে টেনে নাও না
একটুখানি আলো দাও না
[verse 1]
আমার মানুষরা হারালে
আমি চোখ মুছি আড়ালে
আমার জন্য কি দাঁড়াবে?
বলো, আমার জন্য কি দাঁড়াবে?
তোমায় miss করি, নানু ভাই
তুমি রাতের আকাশে তারা হয়ে
জীবন জ্বলে আমার সিগারেটের আগুনের মতো
আমার ফুসফুস পুরো ক্ষয়
[chorus]
আমার ভাইগুলা ছিলো আমার ডান হাত
ডান হাতটা এখন তো অবশ
শুভ কাজে পড়ে নজর
ঘুমন্ত বালিশে কবজ
আপন হতে পারি নাই সফল
আমার হৃদয়ের জায়গাটা দখল
আমার চোখের পানি দিয়ে নহর
আম্মু কাঁদে পড়ে নফল
[verse 2]
পিঠ পিছে বিষাক্ত ছুরিটা মারার পরে
আমার হৃদয়টা জ্বালাতন
ঝাল কথা ছুরির চেয়ে ধারালো
বেইমানী ছুরির চেয়ে ধারালো
কষ্টেরই সীমাটা পার হলো
বিপদে বন্ধুরা পালালো
বন্ধুরা নেশাতে ফালালো
সুযোগে টাকাটা ছাপালো
নেশাতে অভাবে পড়ার পর
মুখোশটা খুলে সব আসল রূপ দেখালো
অভাবটা মানুষকে চেনালো
কে ভালো, কে খারাপ দেখালো
মিথ্যা আশায় থাকি এখনো
তাকে ভরসা করবো না কখনো
ভিতরের আগুনটা এখনো জ্বলে
ভিতরের আগুনটা এখনো
[chorus]
আমার ভাইগুলা ছিলো আমার ডান হাত
ডান হাতটাও এখন তো অবশ
দাফনের কাপড়টা পরে নেওয়ার পরে
নিজেকে দেই আমি কবর
দুনিয়াতে জ্বলি, কবরেও আজাব
পরকাল হোক আমার শীতল
আমার চোখের পানি দিয়ে নহর
আম্মু কাঁদে পড়ে নফল
আমার ভাইগুলা ছিলো আমার ডান হাত
ডান হাতটাও এখন তো অবশ
শুভ কাজে পড়ে নজর
ঘুমন্ত বালিশে কবজ
আপন হতে পারি নাই সফল
আমার হৃদয়ের জায়গাটা দখল
আমার চোখের পানি দিয়ে নহর
আম্মু কাঁদে পড়ে নফল
letras aleatórias
- letra de stefania - to live and shave in l.a.
- letra de chlorophyll - decks
- letra de time machine - margo price
- letra de let’s dance - lil 610
- letra de no somos los americanos - bensu
- letra de jean 15 19 - retro x
- letra de крыши (roofs) - steeva
- letra de maintain - dm3
- letra de uber - ssg splurge
- letra de jungle - kidssxxghosts