letra de koishor - q4
Loading...
জীবন যখন ছুটে চলে
নদীর মত
মেঘ যখন বৃষ্টি ঝরায়
ব্যস্ত নগরে
ফিরে যেতে চাই আবার
ফেলে আসা কৈশরে
আমার খেলার মাঠ
আর লাল নীল ঘুড়ি
আমার সেই বিকেল
বন্ধুদের আড্ডায়
জানি ফিরে যাওয়া যাবে না আর
আগের মত…
সময় যখন দুখের মিছিলে
একাকী গান গায়
রাত যখন কষ্টের উৎসবে
কেঁদে কেঁদে যায়
ফিরে যেতে চাই আবার
ফেলে আসা কৈশরে
আমার খেলার মাঠ আর
লাল নীল ঘুড়ি
আমার সেই বিকেল
বন্ধুদের আড্ডায়
জানি ফিরে যাওয়া যাবে না আর
আগের মত…
মনে পড়ে তোমাকে
প্রতিটি গান শেষে
মনে পড়ে তোমাকে
হারানো গল্পে গল্পে
দেখা হবে
দিন শেষে স্বর্গে
কথা হবে
চোখে চোখ রেখে…
letras aleatórias
- letra de j'ne pleure pas, ce sont les oignons - elom 20ce
- letra de don't hate us - a.z.dandi
- letra de je suis un fou - émile bilodeau
- letra de snap rap 4 - mussa
- letra de krime story prolog - kali (pl)
- letra de work - noae don
- letra de champagne galore - elujay
- letra de yoh - miguel $ix
- letra de rock and roll - led zepagain
- letra de loveland - stephen sondheim