letra de shotti naki bhul - pritom hasan
Loading...
[pre-chorus]
তোমার কাছে আমার কিছু বলার আছে
কেন আমার মন পড়ে থাকে তোমার কাছে?
এক হাসিতে কেড়ে নিলে ঘুম
তুমি ছাড়া কিছু ভালো লাগে না যে
[chorus]
একি সত্যি নাকি ভুল
একি সত্যি নাকি ভুল
তুমি হবে কি হৃদয় নদীর কূল?
[verse 1]
ঐ যে আকাশ
আকাশ এর নীলে নীলে
পাহাড়ি মেঘে ঘর বানাবো
যাবে কি সাথে?
ঐ যে সাগর
সাগর এর ঢেউ-এ ঢেউ-এ
ভেসে যাবো
রবে কি তুমি পাশে?
[pre-chorus]
জানো, আমার আরেক আমি থাকে তোমার কাছে
কেন আমার মন পড়ে থাকে তোমার কাছে?
এক হাসিতে কেড়ে নিলে ঘুম
তুমি ছাড়া কিছু ভালো লাগে না যে
[chorus]
একি সত্যি নাকি ভুল
একি সত্যি নাকি ভুল
তুমি হবে কি হৃদয় নদীর কূল?
একি সত্যি নাকি ভুল
একি সত্যি নাকি ভুল
তুমি হবে কি হৃদয় নদীর কূল?
letras aleatórias
- letra de go tell aunt rhody - woody guthrie
- letra de no more presidents - the briefs
- letra de let's have a good time - orleans
- letra de mamarosca - claustro
- letra de alone - yung dp
- letra de backwards - yung vyvanse
- letra de pismo kumu (rambo rambo) - magnifico
- letra de intro - rola
- letra de benden uzak durun - sokrat st
- letra de destr0yer - sakuzyo