letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de paliye jabo - pritom hasan

Loading...

[verse 1]
জানিনা
কার কথা শুনে
তুমি চলে গেলে
বিদায় দেয়ার সময় টুকু
ছিন্ন করে
আমিও
একই অভিমানে
হয়ে গেছি চুপ
তোমার মুখের হাসি
ভালোবেসে

[pre-chorus 1]
নেই আর সুযোগ তোমার
আমাকে নতুন করে পাবার
তুমি তো বলেছিলে সময়ের আগে
যে হারিয়ে যায় সে দামি

[chorus]
পালিয়ে যাবো আলোর গতিতে
খুঁজে পাবেনা কেও আমাকে
আমি ফিরবোনা আর
তোমার এই শহরে
এই হৃদয়হীনার ভীড়ে
কত স্মৃতি তোমায় নিয়ে
তাই ফিরবোনা আর
তোমার এই শহরে
[verse 2]
কি নিয়ে
বলো কি নিয়ে
তুমি ডুবে ছিলে
দ্বিপ্রহরের কোলাহলের
মাঝেও একাই
আমি তাই
তোমার কথা ভেবে
মেনেছি আমারই ভুল
শত শোকের বিষন্নতায়
ভেসে বেড়াই

[pre-chorus 2]
নেই আর সুযোগ কারো
ভাঙবে আমাকে আবারও
তুমি তো বলেছিলে সময়ের আগে
যে হারিয়ে যায় সে দামি

[chorus]
পালিয়ে যাবো আলোর গতিতে
খুঁজে পাবেনা কেও আমাকে
আমি ফিরবোনা আর
তোমার এই শহরে
এই হৃদয়হীনার ভীড়ে
কত স্মৃতি তোমায় নিয়ে
তাই ফিরবোনা আর
তোমার এই শহরে
[outro]
পালিয়ে যাবো আলোর গতিতে
পালিয়ে যাবো আলোর গতিতে
না খুঁজে আর পাবেনা কেও আমাকে
আমাকে

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...