letra de bhule jai bedona - pritom hasan
[verse 1]
আর একটু থাকো না, সন্ধ্যা হতে বাকি
আরো কিছুক্ষণ তোমাকে দেখি
কবে আর হবে দেখা কেউ বলতে পারে না
এই মন পড়ে রবে একাকী
[pre-chorus]
যেন ভালো থাকার অধিকারে
আমি ফিরে আসি তোমার কাছে
শুধু এই দোষ আমার আমি হারাই তাকে
যাকে ভালো লাগার অনুভূতিটুকু সবটাতে
[chorus]
ভুলে যাই বেদনা
তুমি যখন খুব কাছে
থেমে যায় যেন সময়
তুমি যখন আমার পাশে
[instrumental break]
[verse 2]
যদি এতটা কাছে এসে চলে যাও দূরে
সব শুন্য হয় আমার নিমেষে
এই ভাঙা মনে সব এলোমেলো লাগে খুব
কেউ পারে না তোমার মতো গুছিয়ে দিতে
[pre-chorus]
তাই ভালো থাকার অধিকারে
আমি ফিরে আসি তোমার কাছে
শুধু এই দোষ আমার আমি হারাই তাকে
যাকে ভালো লাগার অনুভূতিটুকু সবটাতে
[chorus]
ভুলে যাই বেদনা
তুমি যখন খুব কাছে
থেমে যায় যেন সময়
তুমি যখন আমার পাশে
ভুলে যাই বেদনা (আর একটু থাকো, সন্ধ্যা হতে)
তুমি যখন খুব কাছে (আরো কিছুক্ষণ, আরো কিছুক্ষণ)
থেমে যায় যেন সময়
তুমি যখন আমার পাশে
letras aleatórias
- letra de find a purpose - jimmy from da block
- letra de bare witness (instrumental) - choclair
- letra de dead - marvin key
- letra de how i tried to let you go - sibel redžep
- letra de la vie en noir - bromaz
- letra de 4nxi3ty - basto4k
- letra de красавица и чудовище (the beauty and the beast) - smock sb
- letra de native nature - crashdïet
- letra de tere bin yaara - reprise - arko pravo mukherjee
- letra de activo - khalifa 4-12