letra de asho mama hey - pritom hasan
ইনট্রো…
আরে শুনেন শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়া মন
আরে শুনেন শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়া মন
প্রেমেতে রাতকানা, দিনকানা ডিজিজে
ফেসবুকে পোক মারে, জোক মারে মেসেজে
গাড়ি নিয়া ভাবে থাকে, জেলে মাথা কুল রাখে
রোমিও আছে যতো রে
খোলা চুলে উড়ে চলে, কাঁদে ঠিকি ভুল হলে
এঞ্জেল আছে যতো রে
আর ওই রবোটিক দৌড়াদৌড়ি, চলে দিন সারারাত
খোঁজে শুধু টাকা কে
আর ওই ইমোশন এর ফুলঝুরি, কমে যায় দিন দিন
লাগে একা একা রে
আসো মামা হে, চিনে যাও ঢাকা-রে
তুমি বুঝে নাও, ভাল থাকা কে
আসো মামা হে, চিনে যাও ঢাকা-রে
তুমি বুঝে নাও, ভাল থাকা কে
আসো মামা হে, চিনে যাও ঢাকা-রে
তুমি বুঝে নাও, ভাল থাকা কে
আসো মামা হে, চিনে যাও ঢাকা-রে
তুমি বুঝে নাও, ভাল থাকা কে
(মিউজিক)
ও মামু তুমি কই লইয়া আইলা আমারে
মানুষতো না সবই যন্ত্রপাতি আহারে
বড়লোকে চুরি করে, গরিব না খাইয়া মরে কেউত কাওরে দেহে না
ভেজালে ভরা খাবার, খাইতাসে প্রতিদিন জাইনাও যেন জানে না
আর ওই সিন্ডিকেটের ফাঁদ ফালাইয়া
আঙ্গুল ফুইলা কলা গাছ
হইসে কত জনে রে
মানুষ মানুষ আর নাইরে মামু
সব এখন স্বার্থপর
টেহার ধান্দায় মরে রে
এইদিন সেইদিন, আর দিন নাইরে
টিকিটটা কাইটটা দাও, দেশের বাড়ি যাইরে
এইদিন সেইদিন, আর দিন নাইরে
টিকিটটা কাইটটা দাও, দেশের বাড়ি যাইরে
এইদিন সেইদিন, আর দিন নাইরে
টিকিটটা কাইটটা দাও, দেশের বাড়ি যাইরে
এইদিন সেইদিন, আর দিন নাইরে
টিকিটটা কাইটটা দাও, দেশের বাড়ি যাইরে
আরে শুনেন শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়া মন
এইবার বাউলের সাথে হিপহপ বিটের, হইল যে মিলন
আরে তালি মারো তালি মারো, বিটের তালে তালে
বাউল এখন ডিজিটাল দুই হাজার ষোল সালে
আর ওই রবোটিক দৌড়াদৌড়ি চলে দিন সারারাত
খোঁজে শুধু টাকা কে
আর ওই ইমোশন এর ফুলঝুরি, কমে যায় দিন দিন
লাগে একা একা রে
আসো মামা হে, চিনে যাও ঢাকা-রে
টিকিটটা কাইটটা দাও, দেশের বাড়ি যাইরে
আসো মামা হে, চিনে যাও ঢাকা-রে
টিকিটটা কাইটটা দাও, দেশের বাড়ি যাইরে
আসো মামা হে, চিনে যাও ঢাকা-রে
টিকিটটা কাইটটা দাও, দেশের বাড়ি (দেশের বাড়ি)
আসো মামা হে, চিনে যাও ঢাকা-রে
টিকিটটা কাইটটা দাও, দেশের বাড়ি
আসো মামা হে, চিনে যাও ঢাকা-রে
টিকিটটা কাইটটা দাও, দেশের বাড়ি যাইরে
আসো মামা হে, চিনে যাও ঢাকা-রে
তুমি বুঝে নাও ভাল থাকা কে
(মিউজিক)
letras aleatórias
- letra de sin miedo - chinatown (españa)
- letra de non serve - mecna
- letra de guerillas - relax rekords
- letra de king of the trap - waka flocka flame
- letra de génesis - logan hate
- letra de captive - chasing safety
- letra de filtros de instagram - empi rouz
- letra de trip on my words - manwolves
- letra de backstab - catherine corelli
- letra de me leva mais alto - dj pv