letra de o amaar - prithibi
তুই রাতের আকাশের কোনও এক তারা
তোর চোখের কালোতে আমি দিশেহারা…
তুই রাতের আকাশের কোনও এক তারা
তোর চোখের কালোতে আমি দিশেহারা…
তোর হাসি, তোর কান্না, এ বুকে জমা রেখে
কোথায় হারিয়ে গেলি, আছিস কি তুই সুখে…
চল আবার তোকে ভালোবাসি
তোর ঠোঁটের কোনে একটু হাসি…
কতো দিন দেখিনি দুচোখ ভরে
বলনা তুই আমায় যা খুশি…
তবুও, তোকে আরও বেশি
পেতে চাই, হারাই, দুচোখ ভরে…
ও ও আমার, ও ও আমার
ও ও আমার, ও ও আমার…
ও ও আমার, ও ও আমার
ও ও আমার, ও ও আমার…
তুই না বলে এভাবে কোথায় চলে গেলি
তোর জন্য কবর, আর আমার চোরা গলি…
তোর হাসি ছিলো আমার জন্য, ছিলো অভিমান
আজ কোথাও নেই কিছু, শুধু আছে এই গান…
কতো পথ ছিলো হাঁটা বাঁকি
এভাবে কেনও দিলি ফাঁকি…
পেতে চাই, শুধু তোর উষ্ণতাই, ছুঁয়ে দে
বলনা তুই আমায় যা খুশি…
তবুও, তোর কাছে আরও বেশি
যেতে চাই, তবু হারাই, তোর ঠিকানা…
ও ও আমার, ও ও আমার
ও ও আমার, ও ও আমার…
ও আমার, ও আমার
ও আমার, ও ও আমার…
letras aleatórias
- letra de trap gospel - taranza & dxddy t
- letra de 나르샤 (narsha) - b1a4
- letra de i'm on the outside looking in - johnny mathis
- letra de dark liquor - sahtyre
- letra de drill story - max thademon
- letra de real shooters - rob vicious
- letra de lost sight - hoaxxx
- letra de renate (du kannst mi gern ham) - spider murphy gang
- letra de pacific - slimehada
- letra de vai rolar ménage - king flow