letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de o shona miss you - prasenjit mallick, bob stephen & gopika goswami

Loading...

ও সোনা মিস ইউ, ও মিস ইউ
তোকে কাছে চাই।।

মনে তোর বায়না
তুই আয়না
তোকে কাছে চাই

শোনে না মন
কোনো বারণ
হচ্ছে যে ছেড়খানি

এ বুকে বাজছে
সেলফোন তোমারই বাজছে
রিংটোন দূরে নয় কাছে
তুই শোন ও জানিয়ে।।

ও আমার ডিয়ার
করিনা কেয়ার
যতই কাছে তুই চাস
আমি যে রেয়ার
নেই মনে ফেয়ার
যাওয়ার হলে চলে যাস।।

শোনে না মন
কোনো বারণ
হচ্ছে যে ছেড়খানি

এ বুকে বাজছে
সেলফোন তোমারই বাজছে
রিংটোন দূরে নয় কাছে
তুই শোন ও জানিয়ে।।

দে না যত গুল
করবো না তো ভূল
খুজে বেড়া সব পাড়া
মানবো না তো রুল
হবো না ফুল
দেবো না আমি ধরা।।

শোনে না মন
কোনো বারণ
হচ্ছে যে ছেড়খানি

এ বুকে বাজছে
সেলফোন তোমারই বাজছে
রিংটোন দূরে নয় কাছে
তুই শোন ও জানিয়ে।।

ও সোনা মিস ইউ, ও মিস ইউ
তোকে কাছে চায়।।

মনে তোর বায়না
তুই আয়না
তোকে কাছে চাই

শোনে না মন
কোনো বারণ
হচ্ছে যে ছেড়খানি

এ বুকে বাজছে
সেলফোন তোমারই বাজছে
রিংটোন দূরে নয় কাছে
তুই শোন ও জানিয়ে।।

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...