letra de o shona miss you - prasenjit mallick, bob stephen & gopika goswami
ও সোনা মিস ইউ, ও মিস ইউ
তোকে কাছে চাই।।
মনে তোর বায়না
তুই আয়না
তোকে কাছে চাই
শোনে না মন
কোনো বারণ
হচ্ছে যে ছেড়খানি
এ বুকে বাজছে
সেলফোন তোমারই বাজছে
রিংটোন দূরে নয় কাছে
তুই শোন ও জানিয়ে।।
ও আমার ডিয়ার
করিনা কেয়ার
যতই কাছে তুই চাস
আমি যে রেয়ার
নেই মনে ফেয়ার
যাওয়ার হলে চলে যাস।।
শোনে না মন
কোনো বারণ
হচ্ছে যে ছেড়খানি
এ বুকে বাজছে
সেলফোন তোমারই বাজছে
রিংটোন দূরে নয় কাছে
তুই শোন ও জানিয়ে।।
দে না যত গুল
করবো না তো ভূল
খুজে বেড়া সব পাড়া
মানবো না তো রুল
হবো না ফুল
দেবো না আমি ধরা।।
শোনে না মন
কোনো বারণ
হচ্ছে যে ছেড়খানি
এ বুকে বাজছে
সেলফোন তোমারই বাজছে
রিংটোন দূরে নয় কাছে
তুই শোন ও জানিয়ে।।
ও সোনা মিস ইউ, ও মিস ইউ
তোকে কাছে চায়।।
মনে তোর বায়না
তুই আয়না
তোকে কাছে চাই
শোনে না মন
কোনো বারণ
হচ্ছে যে ছেড়খানি
এ বুকে বাজছে
সেলফোন তোমারই বাজছে
রিংটোন দূরে নয় কাছে
তুই শোন ও জানিয়ে।।
letras aleatórias
- letra de march - rajae5k
- letra de crossfire - aerial love feed
- letra de weatherman - hollow hand
- letra de couldn't find the sun - mashmakhan
- letra de real (interlude) - smntha
- letra de declaration - canonxvx
- letra de sku - zola
- letra de how firm a foundation - joshua royal
- letra de klichko - mgmane
- letra de oni - yngmizu 8713