letra de the graduation song - pragata naoha
Loading...
[verse]
আজ আমি ছন্দহীন, বর্ণহীন
এই মন আমি
পড়ে থাকা চিরকুট ভেবে নিয়ে গুটিয়ে রাখি
এই আমি এখন ফিরে তাকালে
পাবোনা তোদের ছায়া
এই মন শুধু ফিরে যায়
কোন এক স্মৃতির মায়ায়
[chorus]
এই মন ভরে গিয়েছে রং খেলে
tiffin এর টাকা মেরে cigarette কিনে
পড়ে গেলে মন সবুজ ঘাস
এখন পাঁকা উঠান
এই মন ঝরে গেলে পাবোনা ফিরে
সীমাহীন কল্পনা তোর মন থেকে
তুই কি এখনো উড়তে চাস?
চাইলে আমায় নিয়ে যা
দূর পথে হেঁটে
আমি ঠেকে আছি
[instrumental[
pre-chorus]
আমি এখন কানে কানে
শুধুই তোদের হাসি শুনি
কী করি, কী করি?
আমি মনে আঘাত পেলে
তোদের সবার আগে বলি
কী করি, কী করি?
[chorus]
এই মন
এখানে
এখানে
পড়ে আছে
এই মন
এখানে
এখানে
ফেলে গিয়েছি
এই মন
letras aleatórias
- letra de vulgar - soncap
- letra de quattroporte - ruccie
- letra de 764 - pomashka
- letra de i fall off of buildings - xavanium
- letra de t.i.v (tears in vain) - ftisland
- letra de pra roncar tem que desbicar - mc ig & mc ryan sp
- letra de don’t breathe fire (a song about kfc) - the strangers (pop group)
- letra de ar que respiro - tony e elias
- letra de fight the feeling - insanity cat
- letra de queen - chinchilla green