letra de abar jodi icha koro - pradip dutta
Loading...
আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে
দুঃখসুখের-ঢেউ-খেলানো এই সাগরের তীরে ॥
আবার জলে ভাসাই ভেলা,
ধুলার ‘পরে করি খেলা গো,
হাসির মায়ামৃগীর পিছে ভাসি নয়ননীরে ॥
কাঁটার পথে আঁধার রাতে আবার যাত্রা করি,
আঘাত খেয়ে বাঁচি নাহয় আঘাত খেয়ে মরি।
আবার তুমি ছদ্মবেশে
আমার সাথে খেলাও হেসে গো,
নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে ॥
letras aleatórias
- letra de tuca de chala - anigonzalez
- letra de s.a.d - the exies
- letra de shake shake bridge - thom donovan
- letra de fuxkallofyou2k24 - neardeath
- letra de disaster party - bad mary
- letra de driving so fast - the kidd teejay
- letra de jiffy - baby smoove
- letra de продюсер (speed up) (producer) - акулич (akyuliych)
- letra de vida simples e boa - manuel ferreira
- letra de yaadein - sahil (india)