letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de amra bangali - prad kc

Loading...

ফোনটা হাতে অ্যাপেল আমার চার্জার টা পাতি
আমরা ছাপোষা কিনতে পারি পুষতে পারিনা হাতি
ফোনটা হাতে অ্যাপেল আমার চার্জার টা পাতি

আমরা ছাপোষা কিনতে পারি পুষতে পারিনা হাতি
তবুও দেখাবো আসল লোকাবো আমরা যে বাঙালী
তবুও দেখাবো আসল লোকাবো আমরা যে বাঙালী
কোটে জুতোয় সাহেব আমরা হই না যতই কাঙালি
আমরা বাঙালী আমরা নামেই বাঙালী
আমরা বাঙালী আমরা নামেই বাঙালী
তকমা ছাড়া কিছুই নেই আর সবই খালি
আমরা বাঙালী আমরা নামেই বাঙালী
তকমা ছাড়া কিছুই নেই আর সবই খালি
আমরা বাঙালী আমরা নামেই বাঙালী

ধুতির কোঁচা এখন শুধু বিয়েবাড়িতেই পরি
যৌবন কালে শাহারুখ সলমন বয়স কালে হরি
ধুতির কোঁচা এখন শুধু বিয়েবাড়িতেই পরি
যৌবন কালে শাহারুখ সলমন বয়স কালে হরি
ঐতিহ্য ঘুচে গেছে বিশ্বায়নের হাওয়া
মায়ের থেকে হল কেবল ভাষাখানাই পাওয়া
ঐতিহ্য ঘুচে গেছে বিশ্বায়নের হাওয়া
মায়ের থেকে হল কেবল ভাষাখানাই পাওয়া
তবুও দিতে ছাড়ি না তো ইংলিশেতে গালি
আমরা বাঙালী আমরা নামেই বাঙালী
তকমা ছাড়া কিছুই নেই আর সবই খালি
আমরা বাঙালী আমরা নামেই বাঙালী
তকমা ছাড়া কিছুই নেই আর সবই খালি
আমরা বাঙালী আমরা নামেই বাঙালী
তকমা ছাড়া কিছুই নেই আর সবই খালি
আমরা বাঙালী আমরা নামেই বাঙালী

এপার বাংলা ওপার বাংলা দুই দেশেতেই থাকি
বিশ্বটাকে জয় করবো এমন সাহস রাখি
এপার বাংলা ওপার বাংলা দুই দেশেতেই থাকি
বিশ্বটাকে জয় করবো এমন সাহস রাখি
অলস মেজাজ অলস মেজাজ রাজার মত ভুঁড়ি যাচ্ছে বেড়ে
নোবেল পাওয়ার যোগ্য আমরা যতই নাওনা কেড়ে
অলস মেজাজ রাজার মত ভুঁড়ি যাচ্ছে বেড়ে
নোবেল পাওয়ার যোগ্য আমরা যতই নাওনা কেড়ে
কানের মঞ্চে হোঁচট খেলেও
কানের মঞ্চে হোঁচট খেলেও আমরা দিতে পারি তালি
আমরা বাঙালী আমরা সেই বাঙালী
অপরের জন্য নিজের স্থান করি খালি
আমরা বাঙালী আমরা সেই বাঙালী
অপরের জন্য নিজের স্থান করি খালি
আমরা বাঙালী আমরা সেই বাঙালী
অপরের জন্য নিজের স্থান করি খালি
আমরা বাঙালী আমরা সেই বাঙালী

বাংলা বড় মিষ্টি ভাষা রসগোল্লার মতই
বাঙালীকে যদি বন্ধু করো দেখবে জমে দই
বাংলা বড় মিষ্টি ভাষা রসগোল্লার মতই
বাঙালীকে যদি বন্ধু করো দেখবে জমে দই
আনাচে কানাচে অলিতে গলিতে প্রতিভার ছাড়া ছড়ি
তবুও আমরা লাজুক বড় ধরিনা প্রতিযোগিতার দড়ি
আনাচে কানাচে অলিতে গলিতে প্রতিভার ছাড়া ছড়ি
তবুও আমরা লাজুক বড় ধরিনা প্রতিযোগিতার দড়ি
বাবুয়ানাটা বাবুয়ানাটা রক্তে আছে তাই ধুতির কোঁচা ধরেই চলি
আমরা বাঙালী আমরা বাঙালী জগত শ্রেষ্ঠ বাঙালী
সবই আছে ভেতর ভেতর দেখাই না খালি
আমরা বাঙালী জগত শ্রেষ্ঠ বাঙালী
সবই আছে ভেতর ভেতর দেখাই না খালি
আমরা বাঙালী জগত শ্রেষ্ঠ বাঙালী
সবই আছে ভেতর ভেতর দেখাই না খালি
আমরা বাঙালী জগত শ্রেষ্ঠ বাঙালী
সবই আছে ভেতর ভেতর দেখাই না খালি

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...