letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de khuje khuje [feat. arfin rumi & porshi] - porshi, arfin rumi & tanzil hasan

Loading...

তোমাকে খুঁজে পাই ঐ নীল আকাশে
পাই যে খুঁজে ঐ মিষ্টি বাতাসে।।
তোমায় ভালোবাসি আমি ভালোবাসি
পেতে চাই আরো কাছে, আরো কাছে
খুঁজে খুঁজে দু’চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু’জন থাকবো সারা জনম ধরে।
কপালের ঐ টিপ চোখেরই কাজলে,
তোমাকে জড়িয়ে রাখবো প্রেমেরই আঁচলে।
রংধনুর রঙে নয়, নয় ঝর্না ধারাতে
তোমার উপমা খুঁজি দু’চোখের তারাতে।
খুঁজে খুঁজে দু’চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু’জন থাকবো সারা জনম ধরে।
তুমি ফুল হয়ে সুরোভী ছড়ালে,
প্রেমেরই চাদরে হৃদয় জড়ালে।
দাওনা তুমি দু’হাত বাড়িয়ে,
ভালোবেসে যেতে চাই তোমাতে হারিয়ে।
খুঁজে খুঁজে দু’চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু’জন থাকবো সারা জনম ধরে।

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...