letra de naam chara gaan - poraho
Loading...
[verse 1]
চেয়ে দেখো আমায় পাবে তুমি
কল্পনাতে বিভোর একা আমি
কখনো কি ভেবে দেখেছো কি
বলছি আজ তোমায়
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[verse 2]
ভুলেছো, মুছেছো আমার যতো স্মৃতি
বুঝোনি কখনো আমার অনুভূতি
চাইলেও আবার না পেতে পারো
যাবো বহুদূরে
তবু এই মন বলতে চায়
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[bridge]
guitar solo
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[outro]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
letras aleatórias
- letra de em làm bạn với ai? - joke d
- letra de м.н.т.с. (m.n.t.s.) - kroxzi
- letra de ebbs & flows - bare jams
- letra de my english - romasta
- letra de pejuang restu - riwaldi
- letra de los niños de palomeras - los yakis
- letra de skyline ninja - killa laharl
- letra de les trois capitaines - bodh'aktan
- letra de 오케이 (okay) - young tak (영탁)
- letra de pathetic - yung christ