letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de baje chele - popeye

Loading...

এক বৃষ্টি পরার দিনে, দেখি বাইরে তাকিয়ে-
এক যৌবতী মেয়ে ভিজে লাল শাড়িতে।
হটাৎ এসে বাতাস- তার আচল কাড়ে!!

এ এ বেলাজ দু চোখ আমার ওখানে জব্দ হয়ে হরে কৃষ্ণ হরে রাম-একি দেখলাম??
হরে কৃষ্ণ হরে রাম-বাজে ছেলে বদনাম ।।
এক থার্টি ফার্স্ট রাতে, এক ডিস্ক ক্লাবে
ইশারায় এক মেয়ে নিয়ে গেল ঘরে
কি ঝড় গেল-রুম ছয়শচারে
ঘুম থেকে উঠে এক সিগারেট হাতেঃ হরে কৃষ্ণ হরে রাম-একি করলাম??
হরে কৃষ্ণ হরে রাম-বাজে ছেলে বদনাম ।। আগুন জ্বালানো রূপ-পাগল করানো মুভ
আহাআহা আহা হা, এহ আহাহাআহাহা হবে ভালো কি করে ছেলের ক্যারেক্টারে??
পায় যদি আরো সুযোগ-ওয়ান নাইট স্ট্যান্ডে। হরে কৃষ্ণ হরে রাম -সিডাকটেশন
হরে কৃষ্ণ হরে রাম বাজে ছেলে বদনাম!!!

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...